সংবাদদাতা, আসানসোলঃ– আজ পয়লা বৈশাখ । ১৪২৯-কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪৩০। নতুন জামা, দোকানে দোকানে হালখাতা৷ শুভেচ্ছা-মিষ্টিমুখ-গান-আড্ডা। করোনাকালের উদ্বেগ কাটিয়ে নববর্ষের আবাহনে মেতেছে গোটা বাংলা। সঙ্গে মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইন।
শিল্প শহর আসানসোলের প্রাচীন কল্যানেশ্বরী মন্দিরেও সকাল থেকেই চোখে পড়েছে ভক্তদের ভিড়। পুজোর ডালি নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে ভক্তরা। সারা বছর পরিবারের সকলের মঙ্গল প্রার্থনায় মাকে পুজো দিতে মন্দির ভিড় জমিয়েছেন প্রচুর ভক্ত। বাংলা নববর্ষ উপলক্ষ্যে ঠাকুর স্থানকেও সুন্দরভাবে সাজানো হয়েছে।
এছাড়া হালখাতাও বাংলার নববর্ষের অন্যতম সংস্কৃতি। বাংলা বছরের প্রথম দিনটাকে হালখাতা হিসেবে পালন করেন ব্যবসায়ীরা। আগের বছরের দেনা-পাওনার হিসেব সমন্বয় করে এদিন নতুন করে হিসেবের খাতা খোলেন তাঁরা। এই উপলক্ষ্যে হালখাতার পুজো করাতেও ভিড় জমিয়েছেন অনেক ব্যবসায়ী। তপ্ত গরম উপেক্ষা করেই লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পুজো প্রার্থীদের।