eaibanglai
Homeএই বাংলায়জামুড়িয়া শিল্পতালুকের একাধিক কারখানায় বিক্ষোভ বামেদের

জামুড়িয়া শিল্পতালুকের একাধিক কারখানায় বিক্ষোভ বামেদের

সংবাদদাতা,আসানসোলঃ- স্থানীয় যুবকদের বঞ্চিত করে বহিরাগতদের চাকরি দেওয়ার অভিযোগে ও স্থানীয় বেকারদের চাকরির দাবিতে বৃহস্পতিবার আসানসোলের জামুড়িয়া শিল্পতালুকের বিভিন্ন কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাল বাম সমর্থিত ৭টি সংগঠন। ‘এলাকার মানুষ কারখানার ধুলো ধোয়া ভোগ করবে আর চাকরি করবে বাইরের মানুষ। তা হতে দেওয়া যাবে না।’ এই শ্লোগানকে সামনে রেখে চলে ব্যাপক বিক্ষোভ।

এদিন বিক্ষোভকারিরা বলেন ৯০ দশকে বাম আমলে জামুড়িয়ার শিল্প তালুক তৈরি হয়েছিল বেকারদের কর্মসংস্থানের জন্য। সেই সময় তারা বলেছিল ধাপে ধাপে কর্মসংস্থান করা হবে। কিন্তু এরপর ২০১১ সালে সরকার পরিবর্তন হয়। তারপর থেকেই স্থানীয় বেকারদের চাকরি হচ্ছে না। শাসক দলের একটি চক্র বহিরাগতদের কাছে টাকা নিয়ে চাকরি দিচ্ছে। এলাকার মানুষ কারখানার ধুলো ধোয়া ভোগ করছে। আর কাজ থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার বেকার যুবকেরা। এমনকি কারখানা কর্তৃপক্ষ , প্রশাসন ও শাসক দলের সাহায্য নিয়ে বন বিভাগের জমি দখল করে নিচ্ছে বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। তাছাড়াও কারখানা গুলিতে শাসক দলের তোলাবাজি, শ্রমিকদের ৮ ঘণ্টার বেশী কাজ করানোর অভিযোগও তোলেন তারা।

এদিনের কর্মসূচির নেতৃত্ব দেন সিপিআইএমের নেতা মনোজ দত্ত,তাপস কবি, সুজিত দত্ত,বুদ্ধদেব রজক, সঞ্জয় চ্যাটার্জী,সুপ্রিয় চ্যাটার্জী সহ স্থানীয় বাম নেতৃত্ব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments