সংবাদদাতা,আসানসোলঃ- কাজের দাবিতে কারখানার সামনে স্থানীয় যুবকদের বিক্ষোভের জেরে সোমবার উত্তেজনা ছড়াল রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুক এলাকায়। এদিন এলাকার বেসরকারি শ্যাম সেল কারখানার সামনে বিক্ষোভে শামিল হয় মঙ্গলপুর গ্রামের বেকার যুবকদের একাংশ। তাদের অভিযোগ শিল্প তালুক ও কারখানা গড়ে ওঠার আগে এলাকার মানুষকে কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা আদপে পূরণ হচ্ছে না। শ্যাম সেল সংস্থা সম্প্রতি একটি নতুন প্ল্যান্ট চালু করলেও মঙ্গলপুর গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থান মেলেনি। বরং বহিরাগতদের নিয়ে এসে কাজ করানো হচ্ছে। পাশাপাশি গ্রামেও যে পরিকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে তাও পূরণ হয়নি।
অন্যদিকে এদিনের বিক্ষোভ নিয়ে শ্যাম সেল সংস্থার সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার উজ্জ্বল চ্যাটার্জির সাথে যোগাযোগ করা হলে তিনি সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। তার দাবি তাদের সংস্থায় কাজের জন্য স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হয়। বহিরাগতদের দিয়ে তাদের সংস্থায় কাজ করানো হয় না বলেও দাবি করেন তিনি। পাশাপাশি তিনি দাবি করেন সম্প্রতি কারখানায় কোনো নিয়োগ পক্রিয়া হয়নি। আগামী দিনে নিয়োগের প্রয়োজন হলে স্থানীয়দেরই সেই সুযোগ দেওয়া হবে।