সংবাদদাতা,আসানসোলঃ– শীতের মরশুম শুরু হতেই ভ্রমণ পিপাসু বাঙালি ভীড় জমান জনপ্রিয় পর্যটন কেন্দ্র মাইথনে। বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি মাসে পিকনিক করতে বহু দূরদূরান্ত থেকে পর্যটকরা ছুটে যান এই পর্যটনস্থলে। নদী পাহাড় জঙ্গল গাছ গাছালিতে ভরা মাইথনের মনোরম পরিবেশ পর্যটকদের আর্কষণ করে। আর মাইথনে বেড়াতে বা পিকনিক করতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণ থাকে নৌকা বিহার। তাই শীতের এই মরশুমের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন এলাকার নৌকা বিহারের ব্য়বসার সঙ্গে যুক্ত ছোট ব্যবসায়ী ও নৌকা চালকরা। এদিকে নভেম্বরের শেষ, ইতিমধ্যেই রাজ্যজুড়ে বিশেষত পশ্চিমের জেলাগুলিতে রীতিমতো অনুভূম হচ্ছে শীতের আমেজ। ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাবে পর্যটকদের আনাগোনা । তার আগে মাইথনে এখন চরম ব্যস্ততা নৌকাবিহারের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের। চলছে নৌকা সারানো, সাজানো, রঙ করার কাজ।
শীতের মরশুমে আসানসোল তো বটেই এছাড়াও কলকাতা,বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বর্ধমান সহ ঝাড়খন্ডের পর্যটকরাও ছুটে যান এখানে পিকনিক করতে। আর বছরভর পর্যটকদের অপেক্ষায় থাকেন স্থানীয় নৌকাচালকরা। নৌকাচালকদের পাশাপাশি পর্যটন ব্যবসায়ীর সঙ্গে যুক্ত ছোট বড় ব্যবসায়ীরাও অপেক্ষায় থাকেন এই সময়ের। নৌকাচালক থেকে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ছোট বড় সমস্ত ব্যবসায়ীদের আশা এবছরে পর্যটকদের ভীড় অন্যান্য বছরের রেকর্ড ভাঙবে। কারণ মাঝে করোনার জন্য তিনটে বছর খরা গেছে। পর্যটকরা মুখিয়ে রয়েছেন মাইথনের মনোরম পরিবেশে পিকনিক করার জন্য। তার উপর ইতিমধ্যেই রাজ্য জুরে অনুভূত হচ্ছে শীতের আমেজ।