সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– ইসিএলের পরিত্যক্ত খাদানে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে গেল বছর ২৮-এর এক যুবক। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের জামুরিয়ার দু’নম্বর ওয়ার্ডের কৈথি গ্রাম সংলগ্ন এলাকায়। নিখোজ যুবকের নাম আশরাফ মালিত। গরু খুঁজতে গিয়ে পরিত্যক্ত খাদানে পড়ে যান ওই যুবক।
স্থানীয় সূত্রে জানা গেছে গতকালকের সন্ধে নাগাদ কইথি গ্রামের বাসিন্দা আশরাফ মালিত নামে ওই যুবক গরু খুঁজতে গ্রামের পাশে থাকা ইটভাটা সংলগ্ন এলাকায় যায় এবং সেখানে ই সি এলের এক পরিত্যক্ত খাদান যা স্থানীয় ভাষায় চানকে নামে পরিচিত তাতে পা পিছলে পড়ে যায়। বিষয়টি পাশে থাকা ইটভাটার কর্মীদের নজরে আসতেই তাঁরা কৈথি গ্রামে খবর দেয়। এর পর পর স্থানীয়রাই গভীর ওই পরিত্যক্ত খাদান থেকে যুবককে উদ্ধারের চেষ্টা চালালেও বিফল হয়। অবশেষে শুক্রবার সকালে স্থানীয় থানায় খবর দিয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। যদিও পুলিশের পক্ষেও উদ্ধারকাজ চালানো সম্ভব হয়নি। অবেষে খবর দেওয়া হয় ইসিএলের উদ্ধারকারী দলকে। তবে এদিন বিকেল পর্যন্ত ওই যুবককে উদ্ধার করা যায়নি। জানা গেছে ওই পরিত্যক্ত খাদানটি প্রায় ৭০ বছরের পুরনো।
অন্যদিকে এই ঘটনার জন্য ইসিএল কর্তৃপক্ষকেই দায়ী করছেন স্থানীয়রা। তাদের দাবি এলাকায় এরকম বহু পরিত্যক্ত খাদান রয়েছে যেগুলি ঘিরে রাখার বা বুজিয়ে দেওয়ার কোনও ব্যবস্থাই করা হয়নি ইসিএলের তরফে। ফলে প্রয়শই ওইসব পরিত্যক্ত খাদানে গবাদি পশু থেকে মানুষ পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে। যদিও বিষয়টি নিয়ে হুঁশ নেই ইসিএল কর্তৃপক্ষের।