সংবাদদাতা,আসানসোলঃ- মিনিবাস ও মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হল এক বাইক চালক ও বাইক আরোহী। দুর্ঘটনাটি ঘটেছে সালানপুর থানার অন্তর্গত দেন্দুয়া রামডি সংলগ্ন রাস্তায়।
জানা গেছে আহত দুই ব্যক্তির নাম তারক বাউরি(৫২) ও সঞ্জয় বাউরি(৩৫)। তারা জেমারী অঞ্চলের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান আসানসোল চিত্তরঞ্জন রুটের একটি মিনিমাস চিত্তরঞ্জনের দিকে যাবার সময় রামডি সংলগ্ন রাস্তার উপর উল্টোদিক থেকে আগত একটি বাইককে ধাক্কা মারে। বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মিনিবাসের চাকার তলায় চাপা পড়ে যায় মোটর সাইকেলটি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সালানপুর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে। অন্যদিকে দুর্ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। রামডি মোডের কাছে চিত্তরঞ্জন আসানসোল রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে আহতদের পরিবারের সদস্য ও এলাকার বাসিনন্দারা । পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। প্রায় দুই ঘন্টা অবরোধ চলার পর সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটির দেওয়া আশ্বাসে পথ অবরোধ তুলে নেন অবরোধকারীরা। অন্যদিকে দুর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় বাসের চালক ও খালাসী।