সংবাদদাতা,আসানসোলঃ- রাতের অন্ধকারে তৃণমূলের বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রানীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ইরশাদ আলমের গাড়ি ভাঙ্গচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে পুরো ঘটনাটি। ফুটেজে দেখা গেছে গভীর রাত প্রায় তিনটে নাগাদ পাঁচ দুষ্কৃতী বাইকে করে এসে ইরশাদ আলমের বাড়ির বাইরে রাখা বিলাসবহুল চারচাকা গাড়িটির উপর হামলা চালায় দুষ্কৃতীরা। সোমবার গভীর রাতে ঘটে ওই ঘটনা। মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসে ইরশাদ আলমের। এদিন বিকেলেই বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের শীর্ষ নেতৃত্বদের সঙ্গে নিয়ে তিনি রানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিশ সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের খোঁজে তল্লাশি শুরু করে।
অন্যদিকে সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের শীর্ষ নেতৃত্বের দাবি এই প্রথম নয় এর আগেও বহুবার তাদের সংগঠেনর সদস্য়দের উপর নানা ধরনের হামলার ঘটনা ঘটেছে। ইরশাদ আলমের উপরও একাধিক বার হামলার ঘটনা ঘটেছে। কিন্তু কারা কি কারনে এ ধরনের হামলা চালাচ্ছে তা নিয়ে ধন্দে সংগঠেনর নেতৃত্বরা।