eaibanglai
Homeএই বাংলায়'আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় ফলোয়ার' মিঠুন চক্রবর্তী

‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় ফলোয়ার’ মিঠুন চক্রবর্তী

সংবাদদাতা,আসানসোলঃ- আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি কর্মী সমর্থকদের চাঙ্গা করতে রাঢ় বঙ্গ সফরে মহাগুরু মিঠুন চক্রবর্তী। বাঁকুড়া সফর সেরে শনিবার আসানসোলের ধাদকা মোড় সংলগ্ন বিজেপির জেলা কার্যালয়ে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকও করেন তিনি। এবং বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর স্বীকারোক্তি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় ফলোয়ার। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন,”মমতা বন্দ্যোপাধ্যায় আমার রাজনীতির গুরু। তিনি যা, যা করেছেন আমি তাই তাই করেছি। উনি কংগ্রেসে ছিলেন, আমিও কংগ্রেসে করেছি। উনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে যান, আমিও তাই করেছি। এরপর উনি ১০ বছর বিজেপির সঙ্গে ছিলেন। এখন আমিও বিজেপিতে আছি।” পাশাপাশি শাসক দল তৃণমূলকে হারাতে বিরোধীদের একজোট হওয়ার বার্তাও দেন তিনি। মহাগুরু বলেন,”তৃণমূল যখন সরকারে এসেছে, তখন সবাই সিপিএমকে হারাতে একজোট হয়েছিল। কংগ্রেস, তৃণমূল, এমনকি অস্বীকার করে লাভ নেই বিজেপিও সমর্থন দিয়েছিল। এখন এমন একটা শক্তিকে হারাতে গেলে, সবার একসঙ্গে আসা উচিত। মতাদর্শগতভাবে আমরা আলাদা হতে পারি, থাক সেই জায়গাটা। তবে আমাদের সবাইকে অবশ্যই একজোট হতে হবে।” এছাড়াও এদিন তিনি দাবি করেন যেকোনো ভোট যদি ফ্রি এন্ড ফেয়ার হয়, তাহলে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে ও সরকার গড়বে।

এদিন মহাগুরুর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুই ও বিজেপির স্থানীয় নেতৃত্ব। আগামীকাল বোলপুরে অনুব্রত গড়ে সভা করবেন মিঠুন চক্রবর্তী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments