সংবাদদাতা,আসানসোলঃ- হনুমানের তাণ্ডবে জেরবার আসানসোল উত্তর বিধানসভার অন্তর্গত গিরমিট কোলিয়ারি এলাকা। একটি হনুমানের আক্রমণে জখম হয়েছেন এলাকার প্রায় ১০জন। তাদের মধ্যে দুজনের জখম গুরুতর। বর্তমানে তারা আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে গিরমিট কোলিয়ারি এলাকায় কয়েকদিন ধরেই একটি হনুমান তাণ্ডব চালাচ্ছিল। রাস্তাঘাটে চলাফেরার সময় অনেকের উপরই ঝাঁপিয়ে পড়ে কামড়ে ও আঁচড়ে দিচ্ছিল হনুমানটি। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা। বাড়ির বাইরে বেরোতো ভয় পাচ্ছিলেন মানুষজন। অবশেষে খবর দেওয়া হয় বনদপ্তরে। শনিবার থেকে চলছিল এই ঘটনা। খবর পেয়েই রবিবার এলাকায় পৌঁছে যান বনদপ্তরের কর্মীরা। কিন্তু হনুমানটিকে বাগে আনতে রীতিমতো নাজাহাল হতে হয় বনদপ্তরের কর্মী সহ স্থানীয় বাসিন্দাদের। অবশেষে কলার টোপে কাবু হয় হনুমানটি এবং হনুমানটিকে খাঁচায় বন্দি করতে সমর্থ হন বনকর্মীরা।