সংবাদদাতা,আসানসোলঃ– বাঁদরের বাঁদরামি থামাতে স্থানীয়রাই আটক করল বাঁদর বাবাজীবনকে। কিন্তু বনদপ্তরকে জানানো সত্ত্বেও বাঁদর উদ্ধারে পৌঁছল না বনকর্মীরা। ঘটনা আসানসোলের কুলটি বিধান সভার অন্তর্গত বড়িরা গ্রামের।
জানা গেছে গত দুই সপ্তাহ থেকে একটি বাঁদর বড়িরা গ্রামে তান্ডব চালাচ্ছিল। এমনকি ওই বাঁদরের আক্রমনের শিকার হয় গ্রামের প্রায় ৪০থেকে ৪৫জন মানুষ। বৃহস্পতিবার ওই বাঁদরটি গ্রামের বাসিন্দা সীমান্ত বাউরি নামক ব্যক্তির ঘরের মধ্যে ঢুকে পড়ে। তখন ওই পরিবারের লোকজন সাহসিকতার সাথে ঘরের দরজা বন্ধ করে বাঁদরটিকে বন্দি করে ফেলে। খবর দেওয়া হয় চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ ও বনদপ্তরকে। কিন্তু বনদপ্তর ওই বাঁদরটিকে উদ্ধার করতে যায়নি। এর ফলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। রাত্রি প্রায় ১০টা পর্যন্ত বনকর্মীদের অপেক্ষা করে অবশেষে স্থানীয় ১৭নম্বর ওয়ার্ডের কাউন্সিলার লালন মেহেরা ও গ্রামের মানুষেরা একত্রিত হয়ে চৌরাঙ্গি ফাঁড়িতে যায় এবং বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কথা বলে। পরে পুলিশের পক্ষ থেকে ফের বনদপ্তরে ফোন করা হলে শুক্রবার সকালে বন দপ্তরের কর্মীরা গ্রামে পৌঁছয় ও বাঁদরটিকে উদ্ধার করে নিয়ে যায়।