eaibanglai
Homeএই বাংলায়আসানসোলে হিন্দি ছবির শুটিংয়ে সাংসদ

আসানসোলে হিন্দি ছবির শুটিংয়ে সাংসদ

সংবাদদাতা,আসানসোলঃ– রবিবার আসানসোল আদালত চত্বরে একটি হিন্দি ছবির শুটিংয়ে দেখা মিলল সাংসদের। বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে এদিন আইনজীবীর ভূমিকায় অভিনয় করতে দেখা গেল। রবিবার আদালত ছুটি থাকায় প্রায় দিনভর চলে শুটিং।

প্রসঙ্গত এদিন দেবাদিত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘দ্য জঙ্গিপুর ট্রায়াল’ সিনেমার বেশকিছু দৃশ্য শুটিং হয় আসানসোল আদালত চত্বরে। এই ছবিতে আইনজীবীর ভূমিকায় রয়েছেন শতাব্দী রায়কে। কবীর বেদী, জাভেদ জাফরি, রাজেশ খট্টর, জাকির হুসেন, অমিত বহেলদের মতো অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী। এর আগে ‘নয়া জহর’, ‘মুলাকাত’ ও ‘লাভ স্টোরি’র মতো তিনটি হিন্দি ছবিতে কাজ করতে দেখা গেছে তাঁকে। বলিউডের এই ছবি থেকেই প্রায় এক দশকেরও পর অভিনয়ে ফিরছেন তিনি। মাঝে তিনি অভিনয় থেকে বিরতি নিয়ে রাজনীতির আঙিনায় পা রাখেন এবং তৃণমূলের টিকিটে তিন তিন বার বীরভূম থেকে সাংসদ হন।

অন্যদিকে তৃণমূলের অভিনেত্রী সাংসদ যখন আসানসোল আদালতে অভিনয়ে ব্যস্ত তখন আদালত চত্বর থেকে মেরে কেটে আড়াইশো মিটার দূরত্বে আসানসোল সংশোধনগারে বন্দি অবস্থায় রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। যদিও এদিন তাঁর সঙ্গে দেখা করতে যাননি বীরভূমের সাংসদ। শুটিয়ের ফাঁকে সাংবাদিকদের অনুব্রত মণ্ডল প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি শুধু বলেন “আইন আইনের পথেই চলছে। আইনি লড়াই চলবে।”

এদিকে তৃণমূলের তাবড় নেতা যখন আসানসোল সংশোধনাগারে ঠিক তখন আসানসোল আদালত চত্বরে শাতব্দী রায়কে আইনজীবী বেশে দেখে অনেকেই থমকে যান। অনেকের মনেই প্রশ্ন জাগে তবে কি কোনও আইনী লাড়াইয়ের জন্য আদালত চত্বরে হাজির হয়েছেন তৃণমূলের সাংসদ। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হওয়ায় আদালত চত্বরে ভিড় জমে যায়। পরে সকলে জানতে পারেন দলের নেতার জন্য কোনও আইনী লড়াই নয় বরং ছবির শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী সাংসদ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments