সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির অন্তর্গত আসনবনি গ্রামের বাসিন্দা তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধানের ভাই রাম কোড়ার খুনের ঘটনার কিনারা করলো পুলিশ। খুনের ঘটনায় জড়িত অভিযোগে আসনবনি গ্রামেরই বাসিন্দা সঞ্জয় কোড়া নামক এক যুবককে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ করে খুনের বিষয়ে বিশদে জানতে পেরেছে পুলিশ।
পুলিশি জেরায় উঠে এসেছে ধৃত সঞ্জয় কোড়ার বন্ধু ছিল রাম কোড়া। গত ২৯শে নভেম্বর রাতে দুই বন্ধু মদ্যপান করে রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো বিষয়ে মতভেদ হয় দুজনের মধ্যে। এরপর কথা কাটাকাটি শুরু হয়। শেষে তা হাতাহাতি পর্যন্ত গড়ায় এবং রাম কোড়াকে সঞ্জয় কোড়া গলায় পা দিয়ে চেপে ধরে ও পরে গলা টিপে খুন করে। এদিন এক সাংবাদিক বৈঠক করে খুনের বিষয়ে জানান ডিসি কুলুদীপ এস এস।
মঙ্গলবার ধৃত সঞ্জয় কোড়াকে আদালতে পেশ করে ঘটনার আরও বিশদে তদন্তের স্বার্থে ১০ দিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত তদন্তে শুরু করে খুনের ঘটনার ৬দিনের মধ্যে কিনারা করে ফেলল আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির পুলিশ।