সংবাদদাতা,আসানসোলঃ– জাতীয় সড়কে পথচারীকে ধাক্কা মেরে বাইকে ধাক্কা চারচাকা গাড়ির। দুর্ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত লছমনপুর বজরংবলী কাঁটার সামনে ১৯ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনায় মৃত্যু হয় এক আদিবাসী যুবকের। আহত আরও দুই।
ঘটনা প্রসঙ্গে জানা যায় এদিন দুপুরে জাতীয় সড়ক পারাপার করছিলেন লছমনপুর গ্রামের বাসিন্দা বছর ২৪এর এক আদিবাসী যুবক সঞ্জিত মুর্মু। সেই সময় দ্রুত গতিতে থাকা ধানবাদ গামী একটি চারচাকা গাড়ি আচমকাই তাকে ধাক্কা মারে। ধাক্কার জেরে ছিটকে গিয়ে রাস্তার উপর পড়েন ওই যুবক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। অন্যদিকে যুবককে ধাক্কা মারারা পর ঘাতক গাড়িটি একটি বাইকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনায় বাইকের দুই আরোহীও গুরুতর জখম হয়। স্থানীয়দের মারফত খবর পেয়ে দ্রুত ঘটনাস্থেল পৌঁছয় চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ। এবং তিনজনকেই উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক পথচারী যুবককে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে গাড়ি মালিকের কাছ থেকে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া ও জাতীয় সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রের দাবিতে জাতীয় সরক অবরোধ করে রাখেন স্থানীয়রা। প্রায় আধঘণ্টা ধরে চলে অবরোধ। পরে পুলিশের আশ্বসে অবরোধ ওঠে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে গাড়ির নম্বর ট্রেস করে ঘাতক গাড়িটিকে আটক করা গেলেও গাড়ির চালক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। খোঁজ চলছে গাড়ি মালিকেরও।