সংবাদদাতা,আসানসোলঃ– রাজ্যপাল-শিক্ষামন্ত্রীর মধ্যে সংঘাতের আবহে দীর্ঘ অচলাবস্থার পর শুক্রবার কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস চ্যান্সেলর তথা উপাচার্য পদে দায়িত্বগ্রহণ করলেন অধ্যাপক দেবাশীষ বন্দোপাধ্যায়। দায়িত্ব গ্রহণের পর তিনি জানান তিনি পড়ুয়া এবং শিক্ষকদের নিয়ে কাজ করতে চান যাতে বিশ্ববিদ্যালয়ে একটা সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। পাশাপাশি তিনি জানান সরকারের তরফে এই নিয়োগ প্রত্যাখ্যানের জন্য লিখিত নির্দেশ এলে, তৎক্ষণাৎ তিনি তা বিবেচনা করবেন।
প্রসঙ্গত বৃহস্পতিবারই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অনুরোধ করেন, যাঁদের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসাবে নিয়োগ করেছেন রাজ্যপাল, তাঁরা যেন সেই পদ প্রত্যাখ্যান করেন। তার পরেও, শুক্রবার আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসাবে কাজে যোগ দিলেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়।
দেবাশীষ বন্দ্যোপাধ্যায় এতদিন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে স্নাতকোত্তর করার পরে হায়দ্রাবাদের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইংলিশ এন্ড ফরেন ল্যাঙ্গুয়েজে পিজিসিটিই করেন। তিনি ডক্টরেট করেন হায়দ্রাবাদের ইংলিশ অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজেস ইউনিভার্সিটি থেকে। করেছেন ক্যালিফোর্নিয়া স্ট্রেট ইউনিভার্সিটির ডক্টরেট ফেলো। এছাড়া অক্সফোর্ড ইউনিভার্সিটির সেন্ট অ্যান্টোনিস কলেজের চার্লস ওয়ালেস পোস্ট ডক্টরাল ফেলো। এর পাশাপাশি গ্রিস ইউনিভার্সিটির ছাড়াও অন্যান্য আন্তর্জাতিক ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর ছিলেন তিনি।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষা কর্মী ও পড়ুয়াদের একাংশের সঙ্গে প্রাক্তন উপাচার্য ডঃ সাধন চক্রবর্তীর সংঘাতের জেরে দীর্ঘদিন ধরে অচলাবস্থা চলছিল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে। উপাচার্যের পদত্যাগের দাবিতে গত ১৪ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রশাসনিক ভবনের সামনে শুরু হয় ধর্ণা। যা নিয়ে উপাচার্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।হাইকোর্টের হস্তক্ষেপে প্রায় দেড় মাস পরে বিশ্ববিদ্যালয়ে নিজের চেম্বারে ঢুকতে পারেন উপাচার্য। কিন্তু আচমকাই মে মাসের মাঝামাঝি সময়ে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস উপাচার্যকে বরখাস্ত করেন। যদিও বরখাস্ত নিয়েও দীর্ঘ টালবাহানা চলে। যা গড়ায় আদালত পর্যন্ত।