সংবাদদাতা,আসানসোলঃ– সোমবার পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন আইএএস পোন্নাবলম এস। এদিন তিনি আসানসোলের জেলা সদর দপ্তরে বিদায়ী জেলা শাসক এস অরুন প্রসাদের কাছ থেকে সমস্ত দায়িত্বভার বুঝে নেন। এর আগে দার্জিলিংয়ের জেলাশাসকের দায়িত্বে ছিলেন পোন্নাবলম এস। অন্যদিকে এস অরুন প্রসাদকে নদীয়া জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানে তিনি জেলাশাসক শশাঙ্ক শেঠির স্থলাভিষিক্ত হয়েছেন।
এদিন বিদায়কালে তার কর্মকালে তার সাথে সহযোগিতা করার জন্যে সমস্ত কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষকে ধন্যাবাদ জ্ঞাপন করে এস অরুন প্রসাদ বলেন, “দু’বছর এখানে কাজ করে খুব ভালো লাগলো। পশ্চিম বর্ধমানের আসানসোলে আমাদের অফিসের সমস্ত কর্মীরা সবাই সহগোগিতা করেছেন। এখানের সমস্ত জনপ্রতিনিধিরা এবং সাধারণ মানুষের কাছ থেকেও সহযোগিতা পেয়েছি। আপনারা সকলেই খুব ভালো থাকবেন।” অপরদিকে নতুন জেলা শাসক পোন্নাবলম এস নতুন জেলাশাসকের দায়িত্বভার নিয়ে সকলের কাছ থেকে সহযোগিতার আবেদন জানিয়ে বলেন, “আমি প্রত্যেকের কাছ থেকে সহযোগিতা আশা করছি। আশা করছি আমি সকলের থেকে সহযোগিতা পাবো।”
প্রসঙ্গত সম্প্রতি মন্ত্রিসভায় একঝাঁক রদবদলের পর প্রশাসনিক রদবদলের ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর গত ১২ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর দুবাই উড়ে যাওয়ার পরপরই নবান্ন থেকে জেলাস্তরের একাধিক আমালার বদলির নির্দেশ জারি করা হয়। প্রায় ১১টি জেলার জেলাশাসক বদল করা হয়, একাধিক জেলার পুলিশ সুপারও বদল করা হয়। সাম্প্রতিক সময়ে রাজ্যের প্রশাসনিক মহলে একসঙ্গে এত রদবদল হয়নি বলেই মত ওয়াকিবহাল মহলের।