eaibanglai
Homeএই বাংলায়জাতীয় সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু, উত্তেজনা

জাতীয় সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু, উত্তেজনা

সংবাদদাতা,আসানসোলঃ– সোমবার সকালে আসানসোলে জাতীয় সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় এক শিশু মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল । ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। যার জেরে তৈরি হয় তীব্র যানজট। ব্যহত হয় যান চলাচল।

আসানসোল উত্তর থানার অন্তর্গত শীতলা মোডের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। পিক-আপ ভ্যানের ধাক্কায় মহম্মদ হাসান নামে এক শিশুর মৃত্যু হয়। তার বাড়ি আসানসোল উত্তর থানার শীতলা মোড়ের অদূরে মৌজুরিতে। দুর্ঘটনার পরই জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিক্ষুব্ধ জনতা। স্থানীদের অভিযোগ বারবার ওই এলাকায় একটি ওভার ব্রিজ বা আন্ডার পাস বানানোর দাবি জানানো হয়েছে, কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষ বা পুলিশ প্রশাসন কেউ কোনও পদক্ষেপ নেয়নি। এদিকে ওই একই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এদিন ফের দুর্ঘটনার পুনরাবৃত্তি হল। অন্যদিকে বর্তমানে জাতীয় সড়ক নতুন করে সম্প্রসারণের কাজ হচ্ছে। তাতে আরো সমস্যা আরও বেড়েছে বলে দাবি।

এদিকে দুর্ঘটনা ও জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আসানসোল উত্তর থানা ও ট্রাফিক গার্ডের পুলিশ। পরে তাদের আশ্বাসে অবরোধ উঠে যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments