সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলের সলানপুর ব্লকের বাসুদেবপুর জেমারি আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার আয়োজন করা হয়েছিল এক জমজমাট এক দিবসীয় ক্রিকেট প্রতিযোগিতার। বাসুদেবপুর জেমারি পঞ্চায়েতের আমঝরিয়া শ্মশান কালী মন্দির সংলগ্ন ময়দানে বসেছিল এই ক্রিকেট প্রতিযোগিতার আসর। যেখানে ১২টি দল অংশগ্রহণ করেছিল। ফাইনাল খেলাটি হয় ব্লু বার্ড এর সাথে বনজেমারি দলের। দুই ওভারের হাড্ডা হাড্ডি খেলায় বনজেমারি দল ব্লু বার্ডকে ১৪ রানে হারিয়ে জয় হাসিল করে। খেলা শেষে জয়ী ও পরাজিত দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়াও বেস্ট বোলার,বেস্ট উইকেট কিপার, ম্যান অব দ্যা সিরিজ,ম্যান অফ দ্যা ম্যাচদের পুরস্কৃত করা হয় । এছড়াও এদিন বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের জন্মদিন ছিল। সেই উপলক্ষে কেক কাটা হয়।
এদিনের এই ক্রিকেট প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র ও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সম্পাদক ভোলা সিং, ব্লকের হিন্দি প্রকোষ্ঠের সভাপতি শশীভূষণ পান্ডে সহ বিশিষ্টজনেরা। আগত প্রধান অতিথিরা জয়ী ও পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেন। খেলা শুরুর থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ।