সংবাদদাতা,আসানসোলঃ– অনলাইনে একটি জনপ্রিয় ই-কমার্স সংস্থা থেকে আইফোন কিনে প্রতারিত হলেন গ্রাহক। আইফোন ১৪ প্রো-এর বদলে ডেলিভারি করা হল মাটির ঢেলা। ঘটনা আসানসোলের কুলটি বিধানসভার হনুমান চড়ায়ের ঝনক পুরাই এলাকার।
ঘটনা প্রসঙ্গে জানা যায় এলাকার বাসিন্দা শশী যাদব তার ভাই রাহুল যাদবকে জন্মদিনে আইফোন আইফোন ১৪ প্রো উপহার দেবেন বলে ঠিক করেন। সেই মতো ই-কমার্স সংস্থা অ্যামাজনে তিনি ওই ফোনের অর্ডার দেন। দাম ব্যাঙ্কের মাধ্যমে আগেই দিয়ে দেন। ২২ মার্চ ফোন ডেলিভারির দিন থাকলেও একদিন আগে অর্থাৎ গতকাল মঙ্গলবারই সেটি ডেলিভারি হয়। এদিন ডেলিভারি বয় ফোন ডেলিভারি করতে এলে তাকে দাঁড় করিয়ে তাঁর সামনেই প্যাকেজটি খোলেন তিনি। প্যাকেজ খুলতেই দেখা যায় আইফোনের বাক্সের মধ্যে ফোনে নেই বরং রয়েছে দুটি মাটির ঢেলা। পুরো বিষয়টির তিনি ভিডিও রেকর্ডিং করেন এবং ডেলিভারি বয়কে আটকে রেখে বরাকর ফাঁড়ির পুলিশকে খবর দেন। পরে পুলিশে গিয়ে তদন্তের জন্য ওই ডেলিভারি বয়কে আটক করে নিয়ে যায়।
অন্যদিকে বহুমূল্য প্রায় লক্ষাধিক টাকার ফোন অনলাইনে কিনে বিপাকে পড়েছেন প্রতারিত ওই গ্রাহক। এখন ফোনের জন্য প্রদেয় টাকা কীভাবে ফেরৎ পাবেন আদৌ পাবেন কিনা তা নিয়েই উদ্বিগ্ন গ্রাহক শশী যাদব। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা জানান, তারা অনেকেই ওই ই-কমার্স সংস্থা থেকে জিনিস কিনে থাকেন। কিন্তু এভাবে প্রতারণার ঘটনা ঘটতে থাকলে অনলাইনে ই-কমার্স সংস্থার মাধ্যমে কেনাকাটা রীতিমতো ভয়ের বিষয় হয়ে দাঁড়াবে।