সংবাদদাতা,আসানসোলঃ- একদিকে যখন দেশে ক্রশম জনপ্রিয় হয়ে চলেছে অনলাইন লেনদেন অন্যদিকে তখন অনলাইন প্রতারণার ঘটনাও বেড়ে চলেছে দিনদিন। যার জেরে লক্ষ লক্ষ টাকা হাওয়া হয়ে যাচ্ছে গ্রাহকের অ্য়াকাউন্ট থেকে। এরকমই এক অনলাইন প্রতারণার ঘটনার তদন্তে নেমে সফলতা পেল কুলটি থানার সাইবার সেল।
জানা গেছে গত ২৯ এপ্রিল কুলটি স্টেশন রোডের বাসিন্দা তথা ব্যাবসায়ী বিশাল সুদ্রানীয়া কুলটি থানার সাইবার সেলে একটি অভিযোগ দায়ের করেন। যেখানে তিনি জানান তার ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ১২ লাখ ৭০ হাজার ৪৭০ টাকা ফ্রড বা চিট করে হাতিয়ে নেওয়া হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে কুলটি থানার পুলিশ তদন্তে নামে এবং ওই ব্যক্তির টাকা উদ্ধার করতে সফল হয় । রবিবার রাতেই কুলটি থানার সাইবার সেলের পক্ষ থেকে বিশাল সুদ্রানীয়া হাতে ওই টাকার চেক তুলে দেওয়া হয়। এই বিষয়ে বিশাল সুদ্রানীয়া জানিয়েছেন, পুলিশি সহযোগিতায় তিনি খুশি। কুলটি থানার প্রত্যক্ষ সহযোগিতায় তিনি তার টাকা ফেরৎ পেলেন।