eaibanglai
Homeএই বাংলায়ফুল জল দিয়ে বিরোধীদের স্বাগত তৃণমূলের

ফুল জল দিয়ে বিরোধীদের স্বাগত তৃণমূলের

সংবাদদাতা,আসানসোলঃ- পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন হিংসা ও অশান্তির ছবি উঠে আসছে তখন একেবারে ভিন্ন ছবি ধরা পড়ল আসানসোলের সালানপুরে। মনোনয়নপত্র জমা দিতে আসা সিপিএম, কংগ্রেস ও বিজেপি বিরোধী প্রার্থীদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানাল স্থানীয় তৃণমূলের নেতা এবং কর্মীরা। ফুলের পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয় জলের বোতল।

সোমবার সালানপুর ব্লকে মনোনয়ন কেন্দ্রের বাইরে দেখা যায় সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছেন তৃণমূল নেতা-কর্মীরা। প্রত্যেকের হাতে গোলাপ ফুল। এরপর মনোনয়নপত্র জমা দিতে আসা সিপিএম, কংগ্রেস এবং বিজেপি প্রার্থীদের হাতে তুলে দেওয়া হয় গোলাপ ফুল। এছাড়া তাদের জন্য পানীয় জল, চায়েরও বন্দোবস্তও করেছিলেন তারা।

উল্লেখ্য গত শুক্রবার থেকে পঞ্চায়েত ভোটে মনোনয়ন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই নানা জায়গায় অশান্তির খবর মিলেছে। বারাবনি বিধানসভার বারাবনি ব্লকেও মনোনয়নের প্রথম দিন শাসকদলের বিরুদ্ধে লাঠি উঁচিয়ে মারধরের অভিযোগ করেছে বিরোধীরা। তবে ওই বিধানসভার অন্য একটি ব্লকে এদিন দেখা মিলল সৌহার্দ্যের ছবি।

বিষয়টি নিয়ে তৃণমূলের ব্লক সহ সভাপতি ভোলা সিং বলেন, ” আমরা সবাই চাই শান্তিপূর্ণ নির্বাচন। সবাই যেন ভাল করে মনোনয়ন জমা দিতে পারে, সেদিকে লক্ষ্য রাখা আমাদের কর্তব্য। আর আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় এবং যুব নেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশে আমরা বিরোধীদের মনোনয়ন কেন্দ্রে ফুল, জল দিয়ে স্বাগত জানাচ্ছি। ঝামেলা নয়। উন্নয়নের দমে ভোট হবে সালানপুর ব্লকে।”

অন্যদিকে শাসকদলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিরোধী প্রার্থীরা। তারা জানান, “এটাই তো চাই। এমন পরিস্থিতি থাকলে ব্লকে কোনো ঝামেলা বা অশান্তি থাকবে না।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments