সংবাদদাতা,আসানসোলঃ– পড়ুয়াদের স্কুলে ঢুকতে বাধা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভে সামিল হলেন অভিভাবকরা। ঘটনা আসানসোলের বার্নপুরের রাঙাপাড়ার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের। অভিযোগ এক মিনিট দেরি হওয়ায় বেশকিছু পড়ুয়াকে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি।
জানা গেছে ওই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের মর্নিং সেশনে স্কুলে প্রবেশের সময় সকাল ৭ টে বেজে ১০ মিনিট পর্যন্ত। কিন্তু সোমবার সকালে কিছু পড়ুয়া ৭ টা ১১ মিনিটে পৌঁছলে স্কুলের গেট বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি নিয়ে অভিভাবকরা প্রন্সিপ্যালের সঙ্গে যোগাযোগ করলে তিনি স্কুল ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করতে বলেন। এরপরই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। তারা স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের অভিযোগ প্রন্সিপ্যালের সঙ্গে কয়েক জন পড়ুয়া সওয়া সাতটার সময় স্কুলে ঢোকে। অথচ তাদের বাচ্চাদের ঢুকতে দেওয়া হয়নি। কারণ জানতে চাইলে জানানো হয় প্রিন্সিপ্যালের সঙ্গে যেসব পড়ুয়ারা এসেছিল তারা অনেক দূর থেকে আসায় তাদের স্কুলে ঢুকতে দেওয়া হয়। অভিভাবকরা প্রশ্ন তোলেন তাহলে কি তারা জীবনের ঝুঁকি নিয়ে তাড়াহুড়ে করে স্কুলে বাচ্চাদের নিয়ে যাবেন? কারণ, রাস্তা খারাপ থাকে, জ্যাম থাকে। ফলে নানা কারণে কারও কিছু সময় দেরি হতে পারে। তাই দেরি হলে অ্যাটেনডেন্স না দিলেও ,পড়ুয়াকে অ্যাবসেন্ট রেখেও স্কুল করতে দেওয়ার দাবি জানান তারা।