সংবাদদাতা,আসানসোলঃ– বন্ধ কোলিয়ারির যন্ত্রাংশ চুরি রুখে দিল গ্রামবাসী। ঘটনা ইসিএল-এর সোদপুর এরিয়ার বন্ধ মাউথডি কোলিয়ারির। অভিযোগ বেশকিছুদিন ধরে রাতের অন্ধকারে যন্ত্রাংশ পাচার হয়ে যাচ্ছে ওই কোলিয়ারি থেকে। বৃহস্পতিবারও একটি একটি পিকআপ ভ্যানে করে বিভিন্ন যন্ত্রাংশ পাচার হচ্ছিল বলে অভিযোগ। যদিও পাচারের আগেই কোলিয়ারি থেকে কিছু দূরে সোদপুর গ্রামের বাসিন্দারা পিকআপ ভ্যানটিকে আটকায়। গ্রামবাসীদের দাবি চালকের কাছে নথি চাওয়া হলে সে সঠিক নথি দেখাতে পারেনি। এরপরই গাড়িটি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। যদিও গাড়ির চালক দাবি করেন ওই যন্ত্রাংশ অন্য কোলিয়ারিতে নিয়ে যাওয়া হচ্ছিল।
ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ছুটে যায় কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ও কোলিয়ারির ম্যানেজার। কিন্তু ম্যানেজার বিষয়টি নিয়ে কোনও সঠিক তথ্য দিতে না পারায় ম্যানেজার ও পুলিশকে ঘিরে রেখে বিক্ষোভ শুরু করে গ্রামবাসীরা। তাদের দাবি ইসিএলেরই কিছু অধিকারিক ও কর্মীর সহযোগীতায় পাচার হচ্ছে ওই সব যন্ত্রপাতি। আর সবকিছু জেনেশুনেও বিষয়টি উপেক্ষা করছে পুলিশ। পরে ওই পিকআপ ভ্যানটিকে বাজেয়াপ্ত করে নিয়ামতপুর ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ।