সন্তোষ মণ্ডল,আসানসোলঃ- চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়াল আসানসোলের এক বেসরকারি হাসপাতালে। অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি ও মৃতের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে হাসাপাতালে ঢুকে বিক্ষোভ দেখায় মৃতের আত্মীয় পরিজনেরা।
জানা গেছে আসানসোল দক্ষিণ থানার ভগৎ সিং মোড়ে এক বেসরকারি হাসপাতালে অ্যাপেন্ডিক্সের অপারেশনের জন্য ভর্তি হন ধ্রুব ডাঙালের বাসিন্দা বছর ৩২-এর সনৎ দাস। মৃতের পরিবারের দাবি আসানসোল জেলা হাসপাতালের এক চিকিৎসকের কাছেই চিকিৎসা করাচ্ছিলেন সনৎ। কিন্তু জেলা হাসপাতালে মাইক্রো সার্জারির ব্যবস্থা না থাকায় জেলা হাসপাতালের চিকিৎসকের পরামর্শেই তাকে ভগৎ সিং মোড়ের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সেখানে জেলা হাসপাতালের চিকিৎসকই রোগীর অস্ত্রোপচার করেন। কিন্তু অস্ত্রোপচারের পরপরই রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ এবং তড়িঘড়ি তাঁকে জেলা হাসপাতালে স্থানান্তর করে দেয়। জেলা হাসপাতালে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় রোগীর। এরপরই ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিজনেরা।
জানা গেছে পরিবারে একমাত্র রোজগেরে ছিলেন সনৎ দাস। তাঁর চার মাস ও পাঁচ বছরের দুটি সন্তানও রয়েছে। এই পরিস্থিতিতে পরিবারটিকে ক্ষতিপূরণের দাবি জানিয়ে বৃহস্পতিবার সকাল থেকে ওই বেসরকারি হাসপাতালে বিক্ষোভ দেখাতে থাকে মৃতের পরিজনেরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । অবশেষে আসানসোল দক্ষিণ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।