সন্তোষ মণ্ডল,আসানসোলঃ- গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগ ওঠা পোস্ট মাস্টারকে সাসপেন্ড করল ডাকবিভাগের আসানসোল ডিভিশন। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করার নির্দেশ দিয়েছেন ডাকবিভাগের আসানসোল ডিভিশনের এসএসপি বা সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট অফ পোস্টঅফিস প্রবাল বাগচি।
প্রসঙ্গত গত মঙ্গলবার আসানসোলের জামুড়িয়া থানার নন্ডী গ্রামের নন্ডী উপ ডাকঘর বা সাব পোস্ট অফিসের পোষ্ট মাস্টারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান গ্রাহকরা। তারা জানান, নভেম্বর মাসের প্রথম দিকে ডাকঘরে টাকা তুলতে গিয়েছিলেন। টাকা তোলার আবেদনপত্রও পূরণ করেছিলেন। কিন্তু সেই সময় ওই পোস্ট অফিসের কর্ত্যবরত পোস্টমাস্টার রূপেন হাঁসদা তাদের জানান সার্ভর বা লিঙ্ক না থাকায় টাকা তোলা সম্ভব হচ্ছে না এবং টাকা তোলার স্লিপ নিজের কাছে রেখে দিয়ে জানান টাকা তোলা সম্ভব হলে তাদের জানিয়ে দেওয়া হবে। এরই মধ্যে গত ১৩ থেকে ১৫ নভেম্বরের মধ্যে ওই গ্রাহরদের ফোনে ম্যাসেজ যায় তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে। বিষয়টি জানতে পেরে ওই গ্রাহকরা সঙ্গে সঙ্গে পোস্ট অফিসে ছুটে গেলেও পুজোর ছুটি থাকায় পোস্ট অফিস বন্ধ ছিল। অবশেষে মঙ্গলবার পোস্ট অফিস খুললে প্রতারিত গ্রাহকরা পোস্ট অফিসে যোগাযোগ করলে জানতে পারেন অভিযুক্ত পোস্ট মাস্টার রূপেন হাঁসদা অন্যত্র বদলি হয়ে গেছেন। বিষয়টি জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন প্রতারিত গ্রাহকরা ও বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের সঙ্গে যোগ দেন অন্যান্য গ্রাহকরাও।
অন্যদিকে ওই পোস্ট অফিসের বর্তমান কর্তব্যরত পোস্ট মাস্টার তপন মণ্ডল জানান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশের নজরে আনা হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। এর পরেই পরিস্থিতি স্বাভাবিক হয়। ওই ঘটনার দুদিনের মধ্যে অভিযুক্ত পোস্টমাস্টারের ব্য়বস্থা নিল ডাকঘর কর্তৃপক্ষ। ডাকঘর কর্তৃপক্ষের এই পদক্ষেপকে সাধুবাদ জানালেও তাদের খোয়া যাওয়া টাকা আদৌ ফিরে পাবেন কিনা তা নিয়ে সংশয়ে
কাটছে না নন্ডী উপ ডাকঘরের প্রতারিত গ্রহকদের।