সংবাদদাতা,আসানসোলঃ– পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মাস খানেক আগেই তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘দিদির সুরক্ষা কবচ’ নামক নতুন কর্মসূচির ঘোষণা করেন । সেই কর্মসূচিতে অংশ নিয়ে বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় সালানপুর পঞ্চায়েতের ভূঁইয়া ধাওড়া গ্রামে উপস্থিত হয়েছিলেন। শুনেছিলেন গ্রামবাসীর অভাব অভিযোগের কথা। সেই সময় বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা জানিয়েছিলেন গ্রামবাসীরা। তখনই বিধায়ক যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর সেই প্রতিশ্রুতির এক মাসের মধ্যেই গ্রামে বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করে কথা রাখলেন বিধায়ক।
শনিবার ফিতে কেঁটে নারকেল ফাটিয়ে ২৫কেবির ট্রান্সফর্মারের উদ্বোধন করেন বিধায়ক বিধান উপাধ্যায়। ওই ট্রান্সফর্মারের মাধ্যমে গ্রামের ১৫০টি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে যাবে। এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং, তৃণমূল নেতা ফুচু বাউরি সহ আরো অনেকে।
এইদিন বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, ভূঁইয়া ধাওড়া গ্রাম আগে ইসিএলের জায়গায় ছিলো। কিন্তু বনজেমারী কলিয়ারী যখন সম্প্রসারণ হয় তখন এই গ্রাম উঠে সালানপুর গ্রাম পঞ্চায়েতের জায়গায় চলে আসে। কিন্তু এই নতুন জায়গায় তাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিলো না। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গ্রামে এসে এই সমস্যার কথা জানতে পারি। এরপরই উচ্চ নেতৃত্ব এবং বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা করি।