সংবাদদাতা, আসানসোলঃ- আসানসোল জামুড়িয়া প্রধান সড়ক আখলপুর মোড় সংলগ্ন শেখপুরে অবস্থিত, ‘গিরিধন মেটাল প্রাইভেট লিমিটেড’ নামক এক স্পঞ্জ আয়রন ফ্যাক্টরির গেটে বিক্ষোভের জেরে পথ অবরোধ স্থানীয়দের। বিক্ষোভকারী ও ফ্যাক্টরি কর্তৃপক্ষের মধ্যে ইট পাটকেল ছোড়াকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়।
তাদের অভিযোগ জমির বদলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে ফ্যাক্টরি কর্তৃপক্ষকে জমি প্রদান করেন তারা। দীর্ঘ আন্দোলনের পর প্রশাসনের সহযোগিতায় ফয়সালা হয়। তাতে ৬০ জন স্থানীয় যুবক কে কাজে নিয়োগ করেছিল কারখানা কর্তৃপক্ষ। কিন্তু গত দুমাস যাবত তাদেরকে কোনো বেতন দেওয়া হয়নি। এ বিষয়ে বারবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হলেও এ সমস্যার কোন সমাধান হয়নি। গত দশ দিন যাবত কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভ করছিলেন তারা। কিন্তু হঠাতই আজ সকালে কারখানার নিরাপত্তা রক্ষীরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে ফ্যাক্টরির ভেতর থেকে ইট পাটকেল ছুড়তে শুরু করে। এই ঘটনার পরই বিক্ষোভকারীরাও ফ্যাক্টরি লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে। দু-পক্ষের এই লড়াইএর ফলে মহিলা, শিশু সহ বেশ কয়েকজন গুরুতর আহত হন বলে স্থানীয়দের দাবি।
এরপরই পুলিশের বিশাল বাহিনী অবস্থান বিক্ষোভে আসেন ও লাঠি চার্জ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। যদিও বিক্ষোভকারীদের দাবি পুলিশ তাদের ছত্রভঙ্গ করে সরিয়ে দেয়নি বরং তাদের ওপর অন্যায় ভাবে লাঠিচার্জ করেছে বলে অভিযোগ স্থানীয়দের। পুলিশের লাঠি চার্জের বিরুদ্ধে ফের জামুড়িয়ার আখলপুর ব্রিজ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। যদিও এই বিষয় নিয়ে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ কিছু বলতে চাইনি। সকাল থেকে এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।