eaibanglai
Homeএই বাংলায়খাদ্য পরিদর্শককে ঘেরাও করে বিক্ষোভ রেশন গ্রাহকদের

খাদ্য পরিদর্শককে ঘেরাও করে বিক্ষোভ রেশন গ্রাহকদের

সংবাদদাতা,আসানসোলঃ- নির্দিষ্ট পরিমাণের থেকে কম খাদ্য সামগ্রী দেওয়ার অভিযোগে খাদ্য পরিদর্শককে ঘেরাও করে ক্ষোভে ফেটে পড়লেন রেশন গ্রাহকরা। ঘটনা আসানসোলের জামুড়িয়ার।

জানা গেছে এলাকার রেশন ডিলার শান্তি চাঁদ সন্ধ্যা চাঁদ তাদের দোকান বন্ধ রাখায় ওই ডিলারের গ্রাহকরা ডিলার জে অ্যান্ড আই বিশ্বাসের কাছ থেকে রেশন নিচ্ছেন। কিন্তু অভিযোগ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যেখানে রেশন কার্ডধারীদের ১০ কেজি খাদ্যশস্য দিচ্ছে সেখানে ওই রেশন ডিলার মাত্র ৫ কেজি খাদ্যশস্য দিচ্ছেন রেশনে। এমনকি রেশনের বদলে অনেককে জোর করে টাকাও দেওয়া হচ্ছে।

যদিও যার বিরুদ্ধে এই অভিযোগ সেই রেশন ডিলার জে অ্যান্ড আই বিশ্বাসের দাবি শান্তি চাঁদ সন্ধ্যা চাঁদ নামক রেশন ডিলার কোনো কারণে রেশন দোকান বন্ধ রাখায় তাঁকে জামুরিয়া রেশন বিভাগের পক্ষ থেকে রেশন বিতরণের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু শান্তি চাঁদ সন্ধ্যা চাঁদ এমআর প্রাপ্য ২১০ বস্তার বদলে ৪৬ বস্তা রেশন দেয়। সেই কারণে গ্রাহকদের নির্দিষ্ট পরিমানণ খাদ্য সশ্য সরবরাহ করা যাচ্ছে না। এমনকি বিষয়টি তিনি খাদ্য দপ্তরের সংশ্লিষ্ট আধিকারকদের জানিয়েছেন বলেও দাবি করেন। পাশাপাশি বকেয়া খাদ্যশস্য আগামী মঙ্গলবার থেকে সরবরাহ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

প্রসঙ্গত মানুষের ক্ষোভের মুখে পড়ে এদিন জামুরিয়া ১-এর খাদ্য পরিদর্শক সমীর দাসকে পুরো বিষয়টি জানিয়ে এলাকায় ডেকে আনেন স্থানীয় কাউন্সিলর ভোলা পাসোয়ান। এরপরই তাঁর সামনে ক্ষোভ উগড়ে দেন গ্রাহকরা। অন্যদিকে বিষয়টি নিয়ে খাদ্য পরিদর্শক সমীর দাস বলেন, আমরা অভিযোগ পেয়েছি । স্থানীয় রেশন ডিলার গ্রাহকদের তাদের প্রাপ্য খাদ্যসশ্য দিচ্ছেন না। আমরা সবকিছু দেখেছি এবং মানুষের অভিযোগও শুনেছি। কম খাদ্যসামগ্রী প্রদান ও খাদ্যসামগ্রীর পরিবর্তে টাকা দেওয়ার অভিযোগ পাওয়া গেলে তদন্ত করা হবে এবং অভিযোগ প্রমাণ হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments