eaibanglai
Homeএই বাংলায়ঈদ উপলক্ষ্যে শ্বশুর বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু যুবকের

ঈদ উপলক্ষ্যে শ্বশুর বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু যুবকের

সন্তোষ মণ্ডল, আসানসোলঃ- ঈদ উপলক্ষ্যে শ্বশুর বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার নিয়ামাতপুর ফাঁড়ির অন্তর্গত পেট্রল পাম্প লাগোয়া জাতীয় সড়কে। মৃত যুবকের নাম টিপু খান। বাড়ি কুলটির কুলতোড়ায়।

জানা গেছে এদিন বাইকে করে শ্বশুর বাড়ি যাচ্ছিল কুলতোড়ার যুবর টিপু খান। পথে নিয়ামাতপুর ফাঁড়ির অন্তর্গত পেট্রল পাম্প লাগোয়া জাতীয় সড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের দাবি বাসটি বাইক আরোহীকে প্রায় দশফুট টেনে নিয়ে যায়। এরপর উত্তেজিত স্থানীয় জনতা বাসটিকে আটকায় ও বাসে ভাঙচুর চালায়। অন্যদিকে নিয়ামাতপুর ফাঁড়ির পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ও গুরুতর জখম ওই যুবককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে যুবকের যুবকের মৃত্যুর খবর পেয়ে দুর্ঘটনাস্থলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। বিক্ষোভকারীদের ক্ষোভ প্রশমিত করতে এলাকায় ছুটে যান স্থানীয় কাউন্সিলর জাকির হোসেন , প্রাক্তন এমআইসি মীর হাসিম এবং পুলিশ। স্থানীয়রা জানান স্থানটি দুর্ঘটনাপ্রবণ হওয়ায় একটি স্পীড ব্রেকারের দাবি জানানো হয়েছিল। মাস ছয়েক আগেও ওই একই স্থানে দুর্ঘটনায় এক জনের মৃত্যুর ঘটনাও ঘটেছিল। অথচ স্পীড ব্রেকার বা বাম্পারের বিষয়ে কর্ণপাত করেনি প্রশাসন। প্রায় এক ঘন্টা ধরে পথ অবরোধ চলার পর অবশেষে পুলিশি আশ্বাসে অবরোধ উঠে যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments