সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– কালী পুজো দিয়ে ফেরার পথে বেপরোয়া গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু ব্যক্তির। বেপরোয়া ভাবে গাড়ি চলাচলে রাশ টানতে ও ক্ষতিপূরণের দাবিতে রবিবার রাতে ও সোমবার সকালে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। ঘটনা আসানসোলের কুলটি থানার রাধানগর গ্রামের।
ঘটনা সূত্রে জানা যায় আসানসোল পুরনিগমের ১০২ নম্বর ওয়ার্ডের কুলটির রাধানগর গ্রামের বাসিন্দা অভিজিৎ চক্রবর্তী ও তার স্ত্রী কালীপুজোর রাতে প্রায় সাড়ে বারোটা নাগাদ পুজো দিয়ে নিয়ামতপুর – চিনাকুড়ি রোড ধরে বাড়ি ফিরছিলেন। সেই সময় নিয়ামতপুরের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি অলটো গাড়ি বেপরোয়াভাবে অভিজিৎ চক্রবর্তীকে ধাক্কা মারে। যার জেরে দূরে ছিটকে পড়েন অভিজিৎবাবু এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়ে রাধানগর গ্রামের মানুষজন। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া ও রাস্তায় ব্যারিকেডের দাবিতে রবিবার রাতে ও সোমবার সকালে পথ অবরোধ করেন তারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ এবং দাবি পূরণের আশ্বাসে অবরোধ উঠে যায়।
সোমবার আসানসোল জেলা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। অন্যদিকে পুলিশ সূত্রে জানা গেছে ঘাতক গাড়ি ও তার চালককে আটক করা হয়েছে।