সংবাদদাতা, আসানসোলঃ- বুধবার আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে আসানসোল রেল ডিভিশনের আর পি এফের উদ্যোগে একটি সুসজ্জিত ট্যাবলোর উদ্বোধন করা হল। আসানসোল স্টেশন চত্বরে ঘুরবে এই ট্যাবলো। দেশ জুড়ে আর পি এফ যে সমস্ত কাজ করে চলেছে সেই কাজ গুলি একটি ডিসপ্লের মাধ্যমে তুলে ধরা হয়েছে ট্যাবলোতে । এছাড়াও চারা গাছ রোপণ ও একটি বাইক মিছিল বের করা হয় আর পি এফের তরফে। এদিন ট্যাবলো উদ্বোধনের সময় আরপিএফ এর ব্যান্ড বিভিন্ন দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে। যার অসাধারণ সংগীতের মূর্ছনায় আসানসোল স্টেশন চত্বরে উপস্থিত সকলেই জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে ওঠে।
প্রসঙ্গত স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষে দেশ জুড়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পালিত হচ্ছে আজাদী কা অমৃত মহোৎসব। বিভিন্ন কেন্দ্রীয় প্রতিষ্ঠান নানান কর্মসূচি গ্রহণ করছে এই উপলক্ষে। ভারতীয় রেলের তরফেও আয়োজন করা হচ্ছে নানা অনুষ্ঠান। এবার এগিয়ে এল আসানসোল রেল ডিভিশনের আর পি এফ।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা হেড কনস্টেবল রত্না ঝা, সাব ইন্সপেক্টর ডি পান্ডে, কনস্টেবল জি মিশ্র, কনস্টেবল সুশীল কুমার, কনস্টেবল অনিল কুমার সহ প্রমুখরা।











