সংবাদদাতা,আসানসোলঃ- দিনে ৩৭ টি ওষুধ খেতে হয়। রাতে ঘুমোতে যাওয়ার আগে, পরতে হয় অক্সিজেন মাস্ক। প্রয়োজনে কয়েকবার নেবুলাইজারও নিতে হয়। এহেন অনুব্রত মণ্ডলের কারাবাস নিয়ে চিন্তায় ছিলেন তার ঘনিষ্ঠরা। যদিও ঘনিষ্ঠদের সেসব চিন্তা দূক করে সংশোধনারে হেভিওয়েট তৃণমূল নেতার সেবাযন্তের দায়িত্ব তুলে নিয়েছে তারই দীর্ঘদিনের ছায়াসঙ্গী তথা দেহরক্ষী সেহগাল হোসেন।
প্রসঙ্গত গরু পাচার মামলায় বিচারাধীন বন্দি হয়ে এই মুহূর্তে আসানসোল বিশেষ সংশোধনাগারে দু’জনেই রয়েছেন অনুব্রত মণ্ডল ও তার দেহরক্ষী সেহগাল। সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, একটি সেলে ছ’জন আবাসিকের সঙ্গে রয়েছেন অনুব্রত। আর তার পাশের সেলেই রয়েছেন সেহগল।
জানা গেছে গ্রেফতারের আগে সেহগলই কার্যত অনুব্রত মণ্ডলের ওষুধপত্র থেকে খাওয়াদাওয়া প্রায় সবকিছুরই দেখাশুনা করতেন। জেলে গিয়েও সেই দায়িত্ব পালন করছেন তিনি। সংশোধনাগার সূত্রে খবর সকাল থেকে রাত পর্যন্ত কার্যত অনুব্রতের ছায়াসঙ্গী হয়ে তার দেখভাল করেছেন সহেগল।