সংবাদদাতা, আসানসোলঃ– শুক্রবার গরু পাচার মামলায় অভিযুক্ত, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগেল হোসেনের আবেদন খারিজ করে দেওয়ার পরই তাঁকে নিয়ে দিল্লি রওয়া দিল ৮ পুলিশ কর্মীর দল। প্রসঙ্গত এর আগে সাইগেল হোসেনকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার জন্য আসানসোল আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। সেখানে তাদের আবেদন খারিজ হয়ে যাওয়ায় হাই কোর্টের দ্বারস্থ হয় ইডি। সেখানেও ইডির আবেদন বাতিল হয়ে যায়। পরে দিল্লির রউস অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। গত সোমবার এই আদালত সাইগেলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার অনুমতি দেয়। কিন্তু মঙ্গলবার দিল্লি হাই কোর্ট রউস আদালতের সেই নির্দেশের উপর অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ দিয়ে জানায়, শুনানি শেষ না হওয়া পর্যন্ত সাইগেলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না ইডি। ফের বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টই জানায় সাইগেলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি। এদিকে দিল্লিতে গিয়ে জেরা এড়াতে দিল্লি হাই কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানান সাইগেল। শুক্রবার তাঁর সেই আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত।
এরপরই সাইগেলকে দিল্লি নিয়ে যাওয়ার তৎপরতা শুরু হয়ে যায় ইডি আধিকারিকদের মধ্যে ও আসানসোল জেলা সংশোধনাগারে। তবে সিআরপিএফ নয়, সাইগেলের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন একজন এস.আই, একজন এ.এস.আই ও ৫ জন সাসস্ত্র পুলিশ কনস্টেবল সহ মোট ৮ জনের পুলিশ কর্মীর দল। এদিন বিকেল ৩ টে বেজে ১২মিনিট নাগাদ আসানসোল সংশোধনাগার থেকে তাঁকে সঙ্গে নেন আসানসোল রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা। আসানসোল রেল স্টেশন থেকে তাকে হাওড়া অমৃতসর জলন্ধার তোলা হয় দিল্লি নিয়ে যাওয়ার জন্য।