সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোলে ভর সন্ধ্যায় হোটেলে ঢুকে হোটেল মালিককে খুনের ঘটনায় এবার সিবিআই তদন্তের দাবিত সরব হল স্থানীয় বিজেপি নেতৃত্ব। এদিন সিবিআই তদন্তের দাবিতে আসানসোল দক্ষিণ পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় বিজেপি নেতা কর্মীরা। বিক্ষোভ আন্দোলনের নেতৃত্ব দেন বিজেপির আসানসোল জেলা সভাপতি দিলীপ দে, রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বরা। এমনকি মৃতের পরিবার সিবিআই তদন্তে দাবি জানালে তাঁদের পাশে থাকারও আশ্বাস দেন বিজেপি নেতৃত্ব। প্রসঙ্গত এর আগে আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ওই শ্যুটআউটকাণ্ডের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে আসানসোলবাসীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
এদিকে ওই শ্যুটআউটকাণ্ডের পর তিন দিন কেটে গেলেও আততায়ীরা কেউ এখনও ধরা পড়েনি। যদিও সিআইডির একটি দল ঘটনার পরদিনই ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত গত শুক্রবার ভরসন্ধ্যায় আসানসোল দক্ষিণ থানার ভগৎ সিং মোড়ে অবস্থিত একটি হোটেলে ঢুকে হোটেল মালিককে খুন করে পালায় দুই বন্দুকবাজ। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধড়া পড়ে। ফুটেজে দেখা যায় হোটেল মালিক অরবিন্দ ভগত হোটেলের লবিতে সোফায় বসে দুই ক্লায়েন্টের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় হঠাৎ করে দুই বন্ধুকবাজ তাঁর সামনে উপস্থিত হয় ও তাঁকে সামনে থেকে পর পর পাঁচ রাউন্ড গুলি ছোঁড়ে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই ব্যবস্য়ায়ী। অন্যদিকে দুই বন্দুকবাজ হোটেলকর্মীদের বন্দুক তাক করে এলাকা ছেড়ে চম্পট দেয়। পুলিশের প্রাথমিক অনুমান পেশাদারী খুনিদের দিয়েই ওই হোটেল ব্যবসায়ীকে খুন করা হয় এবং খুনের আগে ঘটনাস্থল রীতিমতো রেকিও করেছিল আততায়ীরা।