eaibanglai
Homeএই বাংলায়আসানসোল শ্যুটআউট কাণ্ডে তদন্ত শুরু করল সিআইডি

আসানসোল শ্যুটআউট কাণ্ডে তদন্ত শুরু করল সিআইডি

সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোল শ্যুটআউট কাণ্ডে তদন্ত শুরু করল সিআইডি। শনিবার সকালে সিআইডি’র এক প্রতিনিধি দল আসানসোল মীরা হোটেলে এসে পৌঁছায়। ৬ সদস্যের সিআইডি দলের সঙ্গে এদিন ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ওয়েস্ট অভিষেক মোদি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

প্রসঙ্গত গতকাল সন্ধ্যায় আসানসোল দক্ষিণ থানার ভগৎ সিং মোড়ে অবস্থিত ওই হোটেলে ঢুকে হোটেল মালিক অরবিন্দ ভগত (৫৫) কে সামনে থেকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে হোটেলের লবিতে একটি সোফায় বসে অন্য দুজনের সঙ্গে কথা বলছেন হোটেল মালিক। সেই সময় আচমকা দুই দুষ্কৃতী সেখানে হাজির হয় এবং তাদের মধ্যে একজন অরবিন্দ ভগতের দিকে বন্দুক তাক করে পর পর গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবী ওই বন্দুকবাজ অরবিন্দ ভগতকে লক্ষ্য করে পর পর পাঁচটি গুলি ছোঁড়ে। গুলির শব্দ পেয়ে ছুটে যান হোটেলের নিরাপত্তা রক্ষী কালিপদ বাউরি। তাঁকে বন্দুক তাক করে বন্দুকবাজরা হোটেল ছেড়ে বেরিয়ে যায়। । অন্যদিকে শরীরে গুলি লাগার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ওই হোটেল ব্যবসায়ী। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ওই ঘটনার পরই এলাকা জুড়ে আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ছুটে যায়। ঘটনাস্থলো পৌঁছন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীর কুমার নীলকান্তম। তিনি জানান প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে খুনের আগে পুরো এলাকা রেকিও করেছিল আততায়ীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments