সংবাদদাতা,আসানসোলঃ- রবিবার বন্ধ হয়ে গেল আসানসোল বাজারের প্রাণ কেন্দ্রে থাকা শপিং মল স্টাইল বাজার। বিনা নোটিশে মল বন্ধের প্রতিবাদে সরব হল কর্মীরা। কর্মীদের বিক্ষোভের সাময়িকভাবে উত্তপ্ত হয়ে ওঠে মল চত্বর। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মলের কর্মীদের দাবি শনিবার রাত পর্যন্ত শপিং মল বন্ধের কোনও খবর তাদের দেওয়া হয়নি। রবিবার সকালে কাজে যোগ দিতে গিয়ে তারা দেখেন মলের সামনে ক্লোজ আপের নোটিশ লাগানো আছে। মলে ঢুকতে গেলে তাদের বলা হয় কোম্পানি লোকসানে চলছে, তাই একমাসের বেতন দিয়ে সবাইকে চলে যেতে বলা হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন মলের কর্মীরা। শপিং মলের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। কর্মীদের দাবি স্টাইল বাজার একটার পর একটা সেন্টার খুলছে আর লোকসানের কথা বলে চালু একটা সেন্টার বন্ধ করতে চাইছে। তারা এই মলে ছয় বছর ধরে কাজ করছেন। বিনা নোটিশে হঠাৎ মল বন্ধ করে দিলে তাদের এক বছরের মাইনে দিতে হবে। না হলে মলের জিনিসপত্র তারা বাইরে যেতে দেবেন না। ঘটনাকে কেন্দ্র করে শপিং মল চত্বরে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। পরে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।