সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– আসানসোলের সালানপুরের জিৎপুর উত্তরামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রান্তপল্লী এলাকা থেকে বিষাক্ত চন্দ্রবোড়া সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। প্রথমে সাপটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে তারা খবর দেন প্রকৃতি প্রেমী তথা এলাকার সাপ উদ্ধারকারী হিসেবে পরিচিত তন্ময় ঘোষকে। তিনি ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ফুটের ওই বিষধর সাপটিকে উদ্ধার করে বনকর্মীদের হাতে তুলে দেন। তিনি জানান এই সাপ এতোটাই বিষধর যে এক ছোবলে মানুষের মৃত্যু হতে পারে।
অন্যদিকে প্রান্তপল্লী সোসাইটি এলাকার একটি ফাঁকা জায়গা থেকে সাপ উদ্ধারের ঘটনার পর সোসাটির ফাঁকা জমি নিয়ে তোলেন স্থানীয় পঞ্চায়েত প্ৰধান তাপস মণ্ডল। তার অভিযোগ অনেকেই ওই সোসাইটিতে জমি কিনে ফেলে রেখেছে। যার ফলে একদিকে যেমন এলাকা জঙ্গলে ভরে উঠছে, বাড়ছে মশামাছি পোকামাকড় ও সাপের উপদ্রপ। অন্যদিকে ওই সব এলাকায় রাতে নেশার ঠেক বসছে বলেও অভিযোগ উঠছে। ফলে এলাকার নিরাপত্তার বিষয়টিও বিঘ্নিত হচ্ছে। এদিন সোসাইটি থেকে বিষাক্ত সাপ উদ্ধারের ঘটনার পর সোসাইটির সদস্যদের ডেকে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান। এদিন প্রধান বলেন, “সোসাইটির সদস্যদের জানিয়েছি, অবিলম্বে জাগায় পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ি তৈরি করুক। না হলে পঞ্চায়েত ব্যবস্থা নিতে বাধ্য হবে।”