eaibanglai
Homeএই বাংলায়ফিল্মি কায়দায় ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই পাকড়াও ৩ দুষ্কৃতী

ফিল্মি কায়দায় ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই পাকড়াও ৩ দুষ্কৃতী

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ- একেবারে ফিল্মি কায়দায় ছিনতাইয়ের ঘটনার কয়েক ঘণ্টার মধ্য ছিনতাইবাজ ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। সিসি টিভি ক্যামেরার সূত্র ধরে এই বড়সড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুড়িয়া থানার, শ্রীপুর ফাঁড়ির পুলিশ।

জানা গেছে মঙ্গলবার দুপুরে অন্ডাল থানার বনবহাল ফাঁড়ি এলাকায় রানীগঞ্জের এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাই করে পালায় কিছু দুষ্কৃতী। এই খবর বনবহাল ফাঁড়ি হয়ে, অন্ডাল থানায় পৌঁছতেই সমস্ত থানাকে সতর্ক করে দিয়ে তৎপরতা শুরু করে দেয় পুলিশ। সেই মতো খবর যায় জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়িতেও। শ্রীপুর ফাঁড়ির আইসি শেখ রিয়াজউদ্দিন ফাঁড়ির মধ্যে থাকা সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখতেই তিনি লক্ষ্য করেন দুই বাইক চালকের গতিবিধি রহস্যজনক। এরপর তাদের তাদের ছবি সংগ্রহ করে সবকটি থানায় পাঠিয়ে দেন ও ওই বাইকচালকদের গতিবিধির উপর নজরদারির নির্দেশ দেন। খবর আসে চাঁদা মোড় লাগোয়া অ্যারোড্রামের কাছে দেখা গেছে ওই বাইক চালকদের। সেই মতো ওই বাইক চালকদের গতিবিধির লক্ষ্য করে অভিযান চালাতেই, বাইক ছেড়ে দৌড় পালাতে যায় ৩ দুষ্কৃতী। যদিও তাদের ধাওয়া করে ধরে ফেলে পুলিশ।

ধৃতরা হল জামুড়িয়ার বোরিং ডাঙ্গার বাসিন্দা, বছর তিরিশের গণেশ বাদ্যকর, জামুরিয়ার চুরুলিয়া রক্ষাকালী তলার বাসিন্দা বছর তেত্রিশের নাসির সাহা ও বছর উনিশের শেখ সোহেল। যদিও পুলিশ ওই ধৃত যুবকদের কাছে কি উদ্ধার করেছেন, সে বিষয়টি এখন তদন্তের স্বার্থে প্রকাশ করেনি। পুলিশের দাবি ধৃতরা সকলেই ছিনতাইয়ের ঘটনার সঙ্গে যুক্ত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments