সংবাদদাতা,আসানসোলঃ- ইসিএলের রক্ষীদের উপস্থিতিতে পরিত্যক্ত খনির প্রায় একশো টন লোহার যন্ত্রাংশ চুরির অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল আসানসোলের জামুড়িায়ার বেলবাঁধ কয়লা খনি এলাকা। এই অভিযোগে বেলবাঁধ সাইডিংয়ে পরিবহণ বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন স্থানীয়দের একাংশ।
উল্লেখ্য,বেলবাঁধ কোলিয়ারির পাশে বেলবাঁধ সাইডিংটি ইসিএলের কুনুস্তোড়িয়া এরিয়ার অমৃতনগর কোলিয়ারির অধীনে। এই সাইডিংয়ের পাশে ইসিএলের একটি ভূগর্ভস্থ খনি ছিল। সেটি প্রায় তিন দশকেরও বেশি সময় বন্ধ। ওই খনিটির পাশেই রয়েছে ইঞ্জিনঘর। এলাকাবাসীর অভিযোগ, ওই ইঞ্জিনঘর থেকেই রবিবার রাতে দুষ্কৃতীরা লোহার যন্ত্রাংশ চুরি করে সাইডিংয়ের রক্ষীদের সামনেই। অভিযোগ গ্যাস কাটার দিয়ে যন্ত্রাংশ কেটে ক্রেনে চাপিয়ে নিয়ে যাওয়া হয়। পুরো প্রক্রিয়াটিতে পাঁচ ঘণ্টারও বেশি সময় লাগলেও ইসিএলের নিজস্ব রক্ষীরা কোনও ব্যবস্থাই নেননি।
অন্যদিকে বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান গত এক বছরের মধ্যে ১০টিরও বেশি খনিকর্মী আবাসনে চুরি হয়েছে। এবার সংস্থার রক্ষীদের সামনেই যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটলো। স্থানীয়দের দাবি নিরাপত্তারক্ষীরা দুষ্কৃতীদের পশ্রয় দিলে ইসিএল আবাসনে দুষ্কৃতী হানা বাড়বে, নিরাপত্তা বিঘ্নিত হবে আবাসনের বাসিন্দাদের। তাই এদিনের প্রতিবাদ বিক্ষোভ থেকে ইসিএলের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো ও রাতে এলাকায় টহলদারির দাবি জানান স্থানীয়রা।
এদিকে এদিনের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন অমৃতনগর কোলিয়ারির আধিকারিকেরা। তারা জানান পরিত্যক্ত খনির যন্ত্রাংশ চুরির অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তা বিভাগকে রিপোর্ট দিতে বলা হয়েছে। চুরির বিষয়টি নিয়ে পুলিশের কাছেও অভিযোগ জানানো হয়েছে। অন্যদিকে পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন তারা।