সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোল শহরে চোরাই কাঠের রমরমিয়ে ব্যবসার অভিযোগ। এরই মধ্যেই বন দপ্তরের নাকা চেকিংয়ে ধরা পড়ল অবৈধ চোরাই কাঠ সহ দুটি গাড়ি।। বারাবনির গোরান্ডি জঙ্গল ও সালানপুরের মাইথন জলাধার সংলগ্ন জঙ্গল থেকে প্রচুর পরিমাণে গাছ কেটে কাঠ পাচার করা হচ্ছে বলে অভিযোগ। এবং সেই চোরাই কাঠ সালানপুর বারাবনির বিস্তীর্ণ এলাকার যে কাঠ গোলাগুলি রয়েছে সেখানে পাচার করা হচ্ছে বলেও অভিযোগ। তবে শুধু আসানসোল শহরই নয় এই চোরাই কাঠ বাঁকুড়া,পুরুলিয়া শিলিগুড়ি থেকে দিনে রাতে ডিসেরগড় সহ ডুবুডি চেকপোস্ট এবং রূপনারায়ণপুরের ঝাড়খন্ড বাংলা সীমান্ত থেকে রাজ্যে ঢুকছে এবং জেলায় জেলার কাঠগোলাগুলিতে পাচার হচ্ছে বলেও অভিযোগ।
অভিযোগ পেয়ে তদন্তে নামে আসানসোল বনদপ্তর এবং নাকা চেকিং শুরু করে শহরে। আর এই নাকা চেকিংয়েই শহরের দুজায়গা থেকে বাজেয়াপ্ত করা হল চোরাই কাঠ সহ গাড়ি। একটি গাড়ি ধরা পড়ে বারাবনি ব্লকের লালগঞ্জ মোড়ের কাছে । অন্য গাড়িটি ধরা পড়ে পানিফলা অঞ্চল থেকে। গাড়ি দুটি আটক করে নিয়ে যাওয়া হয় রূপনারায়নপুরের বনদপ্তরের অফিসে।
আসানসোল বনদপ্তরের টেরিটোরিয়াল রেঞ্জ আধিকারিক সঞ্জয় পতি বলেন, “কিছুদিন ধরেই তাদের কাছে এই অবৈধ কাঠ পাচারের খবর আসছিল। এরপরই তারা চেকিং শুরু করেন এবং সাফল্য পান।”