সংবাদদাতা,আসানসোলঃ- হিন্দি ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাস আগেই শুরু হয়ে গেছে। তবে বাংলা ক্যালেন্ডার মতে আজই শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর শ্রাবণ মাসের এই প্রথম সোমবারই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বন্ধুদের সাথে শিবের মাথায় জল ঢালার জন্য জল আনতে গিয়ে অজয়ের জলে তলিয়ে গেল বিএ প্রথম বর্ষের ছাত্র। মৃত ওই যুবকের নাম কাজু ঘোষ, বয়স ১৯ বছর। দুর্ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুড়িয়া এলাকায়।
জামুড়িয়ার চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের সিদ্ধপুর গ্রামের অজয় নদের বাগডিহা ঘাটে শ্রাবণ মাসের প্রতি সোমবার প্রচুর ভিড় হয়। বহু ভক্ত নদীতে স্নান করে এখান থেকে জল নিয়ে নিকটবর্তী শিব মন্দিরে যান শিবের মাথায় জল ঢালার জন্য। জানা গেছে সিদ্ধপুর গ্রামের বাসিন্দা কাজু ঘোষও এদিন আরও কয়েকজন বন্ধুর সঙ্গে বাগডিহা ঘাটে গিয়েছিলেন, নদীতে স্নান করে সেখান থেকে জল নিয়ে শিবের মাথায় জল ঢালার জন্য।
কাজুর দুই বন্ধু ও স্থানীয় বাসিন্দা যদুপতি পাল ও কৃষ্ণ চন্দ্র মুহুরীরা জানান, এদিন অজয়ের সিদ্ধপুর বাগডিহা ঘাটে প্রচুর মানুষের ভিড় হয়েছিল। কাজু ঘোষ ও তারা কয়েকজন নদীতে স্নান করতে নামেন। সেই সময় কোনওভাবে নদীতে তলিয়ে যায় কাজু। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা সঙ্গে সঙ্গ মাছ ধরার জাল ফেলে কাজুকে উদ্ধার করে এবং তড়িঘড়ি স্থানীয় বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে যায়। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।