সংবাদদাতা,আসানসোলঃ- মাটি ফুঁড়ে বেড়িয়ে এল দেবাদিদেব মহাদেবের শিলা মূর্তি। স্বয়ম্ভূ মূর্তি যাকে বলে এ যেন তাই। আর এই শিলামূর্তি দেখতে ভিড় জমান এলাকা সংলগ্ন গ্রামের প্রায় কয়েকশো মানুষ। শুরু হল পুজো-অর্চনা। ঘটনা পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার কেন্দুলিয়া গ্রামের।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, গতকাল দুপুরে গ্রামের প্রাথমিক স্কুল সংলগ্ন জঙ্গলে কয়েক জন রাখাল গরু চরাতে গিয়ে মহাদেবের শিলা মূর্তিটি দেখতে পায় ও গ্রামে ফিরে খবর দেয়। এরপর রাতরাতি কেন্দুলিয়া গ্রাম সহ আশেপাশের গ্রামগুলিতে স্বয়ম্ভূ শিবের খবর রটে যায়। সকাল হতেই জঙ্গলে ভিড় জমাতে শুরু করেন আশেপাশের গ্রামের কৌতুহলী মানুষজন। শুরু হয়ে যায় পূজার্চনা। গ্রামবাসীদের দাবি জঙ্গলের ওই স্থানে আগে এধরনের দেব দেবীর মূর্তি কখনও দেখা যায়নি। হঠাৎ করেই ওই শিলা মূর্তির আর্বিভাব হয়েছে। এমনকি গতকাল ওই মূর্তিটি দেখতে পেয়ে বছর ১১ -র এক নাবালক ওই শিলা মূর্তিটি তুলে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করলে সে জ্ঞান হারায়। প্রায় এক ঘন্টা পর তার জ্ঞান ফেরে।
অন্যদিকে ঘটনার খবর পেয়ে সোমবার ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক হরে রাম সিং। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় জামুড়িয়া থানার পুলিশ। একনজরে শিলা মূর্তিটি বহু প্রচীন বলেই মনে হচ্ছে বলে দাবি করেন বিধায়ক। এদিকে ওই স্থানে শিব মন্দির গড়ে তোলার দাবি জানিয়েছেন এলাকার মানুষ।