সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোলে জাতীয় সড়কে গ্যাস ট্যাঙ্কার দুর্ঘটনা। অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল স্থানীয়রা। দুর্ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত বাইপাস দু নম্বর জাতীয় সড়কের চৌরঙ্গি ওভার ব্রিজে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাতীয় সড়ক ধরে ঝাড়খণ্ড থেকে কলকাতার উদ্যেশে যাওয়ার পথে কুলটির চৌরঙ্গি ব্রিজের ওপর গ্যাসট্যাঙ্কারটি টার্নিং নেওয়ায় সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরে যায় ৷ যার ফলে গ্যাস ট্যাঙ্কারের ট্যাঙ্কটি খুলে যায়। যদিও গ্যাস ট্যাঙ্কারটিতে গ্যাস বোঝাই ছিল না। ফলে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পায় স্থানীয়রা। তবে অল্প বিস্তার আহত হয় ট্যাঙ্কারের চালক ৷ চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে ও আসানসোল জেলা হাসপাতলে চিকিৎসার জন্য পাঠায়। পাশাপাশি ট্যাঙ্কারটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
