সংবাদদাতা, আসানসোলঃ- একেবারে দিন-দুপুরে, প্রকাশ্য দিবালোকে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল সালানপুর থানার অন্তর্গত ক্ষুদিকার কাটাসায়ের এলাকায়।
জানা গেছে কাটাসায়ের এলাকার বাসিন্দা পেশায় গৃহশিক্ষক সুব্রত মণ্ডল এদিন নিজের চিকিৎসা তথা রক্ত পরীক্ষা করাতে আসানসোলে গিয়েছিলেন। বেলা ১২ টা নাগদ তিনি বাড়ি ফিরে দেখেন বাড়ির সমস্ত জিনিস তছনছ। চুরি হয়ে গিয়েছে বাড়িতে। শৌচালয়ের জানলার রড ভাঙা ও বাঁকানো অবস্থায় থাকায় গৃহকর্তা ও পুলিশের প্রাথমিক অনুমান ওই পথ দিয়েই বাড়িতে ঢোকে চোরের দল। হাত সাফাই করে আবার ওই পথেই ফিরে যায়। সুব্রতবাবুর দাবি তার বাড়ি থেকে নগদ ৪৮ হাজার টাকা ও বেশ কিছু সোনার গয়না খোয়া গেছে।
এদিকে এদিনের চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘন জনবসতি এলাকা থেকে একেবারে দিনে দুপুরে কিভাবে চুরির ঘটনা ঘটল তা নিয়ে স্তম্ভিত এলাকাবাসী। এদিন স্থানীয়রা জানান গত ৮ মাসে এলাকায় তিনটে চুরির ঘটনা ঘটেছে। কিন্তু কোনও চুরির ঘটনার কিনারা হয়নি। যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সালানপুর থানায় পুলিশ।