সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ ও কয়েক লক্ষ টাকার গয়না চুরি করে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিল চোর। ম্যাসেজে ধরা দিলেও তার নম্বর ট্রেস করা যাবে না বলে দাবি করেছে সে। ফলে ওই চ্যালেঞ্জ এখন পুলিশের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা আসানসোলের বার্নপুরের সূর্যনগরে।
প্রসঙ্গত হিরাপুর থানার সূর্যনগর বাসস্ট্যান্ডের কাছে পরিবহন ব্যবসায়ী রাজেশ গুপ্তা, তাঁর পরিবার নিয়ে থাকেন। তিনি জানান গত ২৪ জানুয়ারি দুপুরে ঘন্টা দুয়েকের জন্য পরিবারের লোকেরা কাছেই এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন বিয়ে উপলক্ষ্যে । দুপুর দুটো নাগাদ রাজেশ বাবুর বাবা প্রথম বাড়িতে ফেরেন এবং বাড়িতে ঢোকার পিছনের দরজা ভাঙা অবস্থায় দেখতে পান। পাশাপাশি কাছেই দুএকটা রুপোর গয়না ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতেও দেখেন। পরে বাড়িতে ঢুকে বুঝতে পারেন নগদ কয়েক হাজার টাকা ও প্রায় ৬ লক্ষ টাকার সোনা রুপোর গয়না খোয়া গেছে। এরপর ওইদিন রাত থেকে পর পর কয়েকদিন রাজেশ গুপ্তার মোবাইলে কিছু ম্যাসেজ আসে। তাতে লেখা- “মজা আসলো চুরিটা করে । ভালই মাল পেয়েছি। ছয় লাখ টাকার। তুই নম্বরটা ট্র্যাক করতে পারবি না । আমি প্রচুর চালু। আমি তোর পুরো অটোবায়োগ্রাফি জানি। ডেভিলের (শয়তান) নজর সবার উপর থাকে।”
এরপরই শনিবার লিখিতভাবে পুরো বিষয়টি জানিয়ে হিরাপুর থানায় অভিযোগ জানান রাজেশ গুপ্তা। অভিযোগ পেয়েই নড়চড়ে বসেছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন খোদ হিরাপুর থানার ওসি প্রসেনজিৎ রায়। কথা বলেছেন বাড়ির সদস্যদের সঙ্গেও। পুলিশের প্রাথমিক অনুমান অভিযুক্ত ওই ব্যবসায়ীর পূর্ব পরিচিত কেউ এবং কোনও অ্যাপ থেকে ওই ম্যাসেজ করা হয়েছে। এক্ষেত্রে আসানসোলের সাইবার আধিকারিক ও হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে চিঠি দিয়ে সাহায্য চেয়েছে হিরাপুর থানার পুলিশ।