eaibanglai
Homeএই বাংলায়বিচারককে হুমকি চিঠি দেওয়ার ঘটনায় গোপন জবানবন্দি

বিচারককে হুমকি চিঠি দেওয়ার ঘটনায় গোপন জবানবন্দি

সংবাদদাতা, আসানসোলঃ- শুক্রবার আসানসোল সিবিআই আদালতের বিচারককে হুমকি চিঠি দেওয়ার ঘটনায় গোপন জবানবন্দি নেওয়া হল বাপ্পা চ্যাটার্জির। এদিন আসানসোল আদালতের জে এম সেভেন কোর্টে আসানসোল দক্ষিণ থানার পুলিশের উপস্থিতিতে বাপ্পা চ্যাটার্জির জবানবন্দি নেওয়া হয়।

প্রসঙ্গত গরু পাচারকাণ্ডে সম্প্রতি গ্রেফতার হন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হলে পর পর দু’বার সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক রাজেশ চক্রবর্তী। এরই মধ্যে চলতি মাসের ২০ তারিখ অনুব্রত মণ্ডলের জামিনের দাবি জানিয়ে বাপ্পা চ্যাটার্জি নামে একজনের হুমকি চিঠি পান বিচারক । হুমকি চিঠিতে জানানো হয় অনুব্রত মণ্ডলকে জামিন দেওয়া না হলে বিচারক ও তাঁর পরিবারকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এই ঘটনা প্রকাশ পেতেই রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তিনি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল ও জেলা জজকে হুমকি চিঠির বিষয়টি জানান। এরপরই আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে বর্ধমানের শাঁখারিপুকুর এলাকার বাসিন্দা পেশায় বর্ধমান এগজিকিউটিভ কোর্টের পেশকার বাপ্পাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। যদিও বাপ্পা দাবি করেন তাকে ফাঁসানো হয়েছে। তার সই জাল করে অন্য কেউ হুমকি চিঠি পাঠিয়েছে এবং তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তিনি ‘পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন’-কে চিঠি দিয়ে অভিযোগ করেন, বর্ধমান আদালতের এক আইনজীবী-সহ তিন জন হুমকি-চিঠি দিয়ে তাকে ‘ফাঁসানোর’ চেষ্টা করেছেন। বিষয়টি নিয়ে বাপ্পার পাশে দাঁড়িয়েছে সংগঠনটিও।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments