সংবাদদাতা,আসানসোলঃ- মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনেই বারাবনি বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লকে রূপনারায়ানপুর পঞ্চায়েতে জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস। রূপনারায়ানপুর পঞ্চায়েতে ২১টি সংসদের মধ্যে ১১টি সংসদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় শাসক দল।এদিন বিডিও অফিসের সামনে আবীর খেলে আনন্দে মেতে ওঠেন স্থানীল তৃণমূল নেতা কর্মী সমর্থকরা। যুব তৃণমূল নেতা মুকুল উপাধ্যায় ও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিংকে আবীর লাগিয়ে খুশি প্রকাশ করেন তৃণমূল কর্মী ও পঞ্চায়েত সদস্যরা।
এই প্রসঙ্গে ভোলা সিং জানান, বিরোধীরা যাকে তাকে প্রার্থী করেছে তাই এক এক করে এসে বিরোধী প্রার্থীরা মনোনয়ন পত্র প্রত্যাহার করছে। যদিও বিষয়টি নিয়ে বিরোধীরা মিথ্যে অপপ্রচার করছে।
উল্লেখ্য নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বারাবনি বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লকে জেমারী বাসুদেব পঞ্চায়েত ও রূপনারায়ানপুর পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে গেলো।