সংবাদদাতা, আসানসোলঃ- ফেসবুক পোস্টে রাজ্যের মন্ত্রী ও জেলার শীর্ষ নেতাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে দলকে রীতিমতো অস্বস্তিতে ফেললেন তৃণমূলের এক যুবনেতা। যেখানে দলেরই নেতাকে গরু, কয়লা পাচারের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করার পাশাপাশি মন্ত্রীকে জোকার বলে কটাক্ষ করা হয়েছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
প্রসঙ্গত রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক বিশ্বজিৎ চ্যাটার্জী ফেসবুকে রাজ্যের মন্ত্রী ময়ল ঘটক, তৃণমূল কংগ্রেসের নেতা শিব দাসন দাশু ও সালানপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিংকে নিয়ে পর পর কয়েকটি বিতর্কিত পোস্ট করেন। প্রথম পোস্টে তিনি লেখেন, “আচ্ছা ভোলা সিং নামক ব্যাক্তি টা কে?যে কুলটি পুলিশ কে বলছেন কুলটি বিধানসভা আমি বুঝে নেবো ওনাকে আমি অনুরোধ জানাবো আগামী দিনে কয়লা,লোহা,গরু পাচার সহ একাধিক অভিযোগ নিয়ে আমি আন্দোলনে নামলে তার দায়িত্ব কিন্তু ওনাকেই নিতে হবে।”
এরপর অন্য একটি পোস্টে লেখেন,” মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি তাই তৃণমূল করি, মলয় ঘটক, দাশুর মতো জোকারকে দেখে দল করি না, oc, ic কে আমি পাত্তা দি না আমার জীবনের আদর্শ DC অভিষেক মোদী।”
পরে তার এই বিতর্কিত মন্তব্য নিয়ে বিশ্বজিৎ বলেন, “ময়ল ঘটক আমার গুরু, ২০০৪সালে ওনার সাথে আমি শ্রমিক রাজনীতি করেছি। উনি আমাকে আইএনটিটিইউসির দায়িত্ব দিয়েছিলেন। তখনকার মলয় ঘটক আর এখনকার ময়ল ঘটকের মধ্যে অনেক তফাৎ। সেই ময়ল ঘটক এখন হারিয়ে গেছে। আর শিবদাসন দাশুকে নিয়ে তিনি বলেন, তাকে তিনি নেতাই মানেন না। তাকে নিয়ে আর কি বলবেন, “দাশু হচ্ছে জোকার।” আর ভোলা সিং-কে নিয়ে বলেন, কিছু দিন আগে কুলটি থানার অন্তর্গত চৌরাঙ্গী ফাঁড়ি এলাকায় কিছু যুবক একটি গরুর গাড়ি আটক করেছিলো এবং পুলিশের হাতে তুলে দিয়েছিলো। তার পরিণাম স্বরূপ ভোলা সিং বদলা নেবার জন্য বিধায়কের নাম করে পুলিশকে ফোন করে সেই যুবকদের ছিনতাই সহ বিভিন্ন কেস দেওয়ায়। যদিও তৃণমূল নেতা ভোলা সিং-এর কাছে এবিষয়ে জানাতে চাওয়া হলে তিনি বলেন, “কে বিশ্বজিৎ তাকে আমি চিনি না। আর পাগলে কি না বলে। তার মাথা খারাপ তাই যা পারছে বলছে। মানুষ বলবে ভোলা সিং কি? কারণ আমরা মানুষের উন্নয়নের জন্য কাজ করি।” অন্যদিকে বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়লেও কোনো রকম মন্তব্য করতে চায়নি জেলা তৃণমূল নেতৃত্ব।