সংবাদদাতা,আসানসোলঃ- চিটফান্ড দুর্নীতি মামলায় ধৃত হালিশহরের তৃণমূল পুরপ্রধান রাজু সাহানিকে শনিবার পেশ করা হল আসানসোলে সিবিআই-এর বিশেষ আদালতে। শুক্রবার রাতেই তাকে গ্রেফতার করা হয়। এদিন বিকালে পুরপ্রধানের হালিশহরের বাড়িতে অভিযান চালায় সিবিআই। সেখান থেকে উদ্ধার হয় প্রায় ৮০ লক্ষ টাকা-সহ বিভিন্ন ডিড এবং একটি দেশি পিস্তলও। এদিন আদালতে পেশ করার সময় রাজু দাবি করেন তিনি কোনও চিটফান্ড মামলায় যুক্ত নন, তাকে ফাসানো হয়েছে। যদিও সিবিআই সূত্রে খবর, সানমার্গ চিটফান্ডর দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজুর প্রচুর সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে। থাইল্যান্ডে তার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও রয়েছে।
উল্লেখ্য, সানমার্গ চিটফান্ড দুর্নীতি মামলায় এর আগে বর্ধমান পুরসভার চেয়ারম্যান প্রণব চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। তবে তিনি বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন। এবার সেই মামলায় হালিশহরের পৌরপ্রধান রাজু সাহানি গ্রেপ্তার হলেন। তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় সিবিআই।