eaibanglai
Homeএই বাংলায়কম্বল বিতরণের নামে হত্যাকাণ্ড, অভিযোগে ধিক্কার মিছিল

কম্বল বিতরণের নামে হত্যাকাণ্ড, অভিযোগে ধিক্কার মিছিল

সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলে কম্বল বিতরণ বিপর্যয় ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল করল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এদিন বার্নপুরের ত্রিবেণী মোড় থেকে মিছিলটি করা হয়। দোষীদের গ্রেফতারের দাবি ও বিজেপি নেতাদের বিরুদ্ধে স্লোগান তোলা হয় মিছিল থেকে। তৃণমূলের দাবি কম্বল বিতরণের নামে হত্যাকাণ্ড চালিয়েছে বিজেপি।

এদিন স্থানীয় তৃণমূল কগ্রেস নেতা অনুপ কুমার মাজি বলেন, কম্বল বিতরণকে কেন্দ্র করে যে গণহত্যা হয়েছে তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল করা হলো। বিজেপিরা চাইছে দাঙ্গা। আমরা চাইছি নিরপেক্ষভাবে তদন্ত হোক এবং দোষীরা শাস্তি পাক।

প্রসঙ্গত,গত বুধবার সন্ধেয় আসানসোল পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে রামকৃষ্ণ ডাঙালে স্থানীয় কাউন্সিলর চৈতালী তিওয়ারি ও প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির উদ্যোগে শিবচর্চা ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই অনুষ্ঠানে কম্বল নিতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩ জনের। আহত হয় আরও ছয় জন।

এরপরই উত্তপ্ত হয়ে ওঠে আসানসোলের রাজনীতি। শুরু হয় রাজনৈতিক তরজা। চলে দোষারোপ পাল্টা দোষারোপের পালা। এরই মাঝে ঘটনায় মৃত এক মহিলার ছেলের অভিযোগের ভিত্তিতে অনুষ্ঠানের উদ্যোক্তা চৈতালী তিওয়ারি ও জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। পাশাপাশি তিনজনকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments