eaibanglai
Homeএই বাংলায়আসানসোল পৌরসভার উপ নির্বাচনেও সবুজ ঝড়

আসানসোল পৌরসভার উপ নির্বাচনেও সবুজ ঝড়

সংবাদদাতা, আসানসোলঃ- আসানসোল পৌরসভার উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়। ৭ রাউন্ড গণনা শেষে দেখা যায় মোট ৬৬৮৩টি ভোট পেয়ে বিপুল জয় পেয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। সিপিআইএম প্রার্থী শুভাশিস মণ্ডল পেয়েছেন ১২০৬টি ভোট। তৃতীয় স্থানে রয়েছে বিজেপি। বিজেপির শ্রীদীপ চক্রবর্তী ৪৮৫এবং চতুর্থ স্থানে কংগ্রেসের সোমনাথ চট্টোপাধ্যায় পেয়েছেন মাত্র ৮৩ টি ভোট।

এদিন সকালে আসানসোল আদালতে চত্বরের ঘড়ি মোড়ে আবির খেলে এই জয় উদযাপন করেন তৃণমূলের নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক এবং পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য অসিত সিং।

প্রসঙ্গত আসানসোলের ৬ নম্বর ওয়ার্ড থেকে পুরভোটে জিতেছিলেন তৃণমূলের প্রার্থী সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। মেয়র হন বিধান উপাধ্যায়। কিন্তু তিনি পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি। নিয়ম অনুযায়ী, তাকে কোনও আসনে জিতে আসতে হত। সেই কারণেই সঞ্জয় বন্দ্যোপাধ্যায় দলের নির্দেশে পদত্যাগ করেন। গত রবিবার ওই আসনে উপ নির্বাচন হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments